Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানা গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ মে ২০২৪ ১৮:৪৬ | আপডেট: ১১ মে ২০২৪ ২২:০১

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট দল যে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে সেটা আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল। এবার জানা গেল আনুষ্ঠানিক সূচি। সিরিজের পূর্নাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

২২ নভেম্বর শুরু হবে সিরিজ, চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। শুরুতে টেস্ট সিরিজ। তারপর ওয়ানডে ও টি-টোয়েন্টি।

বিজ্ঞাপন

টেস্ট সিরিজের আগে অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। জ্যামাইকার স্যাবাইনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর।

সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। আর সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনসে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর।

চলতি বছর টানা ক্রিকেটীয় ব্যস্ততা বাংলাদেশের। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। বিশ্বকাপের পর চলতি বছর আরও পাঁচটি সিরিজ খেলবে টাইগাররা। ঘরের মাঠে আফগানিস্তান ও পাকিস্তান সিরিজ। তারপর ভারত সফরে যাবে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা আসবে বাংলাদেশে। এরপরই বাংলাদেশের ক্যারিবিয়ান সফর।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর