Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃদয়-জাকেরের ব্যাটে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ মে ২০২৪ ১৬:৪৯ | আপডেট: ৭ মে ২০২৪ ১৭:১৭

আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। টপ অর্ডারের কেউই টি-টোয়েন্টি সূলভ ব্যাটিং করতে পারেননি। তবে মিডল অর্ডারে জাকের আলীকে নিয়ে দারুণ একটা জুটি গড়েছেন তাওহিদ হৃদয়। শেষ দিকে মাহমুদউল্লাহ কয়েকটা রান যোগ করেছেন। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে চ্যালেঞ্জি স্কোর গড়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ১৬৫ রান তুলেছে বাংলাদেশ। ৫৭ রান করেছেন তাওহিদ হৃদয়। জাকের আলী করেছেন ৪৪ রান।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম দুই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং নিয়েছিল বাংলাদেশ। তাতে জিম্বাবুয়েকে অল্পতেই আটকে রেখে সহজেই ম্যাচ জিতেছেন স্বাগতিকরা। এমন পন্থায় বিশ্বকাপের আগে বাংলাদেশি ব্যাটারদের প্রস্তুতি কতটা হবে তা নিয়ে প্রশ্ন উঠছিল। আজ জিম্বাবুয়ানরাই সেই প্রশ্নের মুখে পড়তে দেননি বাংলাদেশ অধিনায়ককে! টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা একদমই ভালো হয়নি। টপ অর্ডারের তিন ব্যাটারই ব্যর্থ। লিটন দাস আজও বাজে শটে আউট হওয়ার আগে ১৫ বলে করেছেন ১২ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও রানে ফিরতে পারেননি। ৪ রান করে ফিরেছেন অধিনায়ক।

তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে না পারলেও উইকেটে ছিলেন বেশ অনেকক্ষণ। কিন্তু তাসজিদও যখন ২২ বলে ২১ রান করে ফিরলেন তখন বিপদেই পরে যায় স্বাগতিকরা। জাকের আলীকে নিয়ে সেই বিপদ কাটিয়েছেন তাওহিদ হৃদয়।

উইকেটে গিয়ে শুরুতে সময় নিয়েছেন হৃদয়। তবে সেট হওয়ার পরও সহজাত ব্যাটিংয়ে দ্রুত রান তুলেছেন। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা জাকেরও তাকে ভালো সঙ্গ দিয়েছেন। চতুর্থ উইকেটে ৫৮ বলের জুটিতে দুজন তুলেছেন ৮৭ রান। দুজন অবশ্য ফিরেছেন ১ বলের ব্যবধানে।

বিজ্ঞাপন

হৃদয় ৩৮ বল খেলে ৩টি চার ২টি ছয়ে ব্লেসিং মুজারাবানির বলে সরাসরি বোল্ড হয়েছেন ব্যক্তিগত ৫৭ রানের মাথায়। এক বল পর জাকের আলীও মুজারাবানির বলে বোল্ড হয়েছেন ব্যক্তিগত ৪৪ রানের মাথায়। ৩৪ বলে ৩টি চার ২টি ছয়ে এই রান করেছেন উইকেটরক্ষক ব্যাটার।

মুজারাবানি ৪ ওভারে ১৪  রান খরচায় তিন উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর