বোলিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন-তামিম
৩ মে ২০২৪ ১৭:৪২ | আপডেট: ৩ মে ২০২৪ ১৮:৫৬
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রায় ১৮ মাস পর জাতীয় দলের স্কোয়াডে ফেরা তরুণ পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনকে নিয়েই একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
অভিষেক হয়েছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের। বাংলাদেশের হয়ে ১৫ ওয়ানডে খেলা তামিম প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন। ডাক পেয়ে প্রথম ম্যাচেই জায়গা হলো একাদশে। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ তানজিদ তামিমকে অভিষেক ক্যাপ পড়িয়ে দেন।
শুক্রবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে একাদশে স্পিনার দুইজন। লগস্পিনার রিশাদ হোসেন ও অলরাউন্ডার শেখ মাহেদি। দুই পেস বোলার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের সঙ্গে পেস ডিপার্টমেন্ট সামলাবেন অলরাউন্ডার সাইফউদ্দিন। একাদশে বিশেষজ্ঞ ব্যাটার ছয়জন।
জিম্বাবুয়ের হয়ে আজ অভিষেক হচ্ছে ওপেনার জয়লর্ড গুম্বির। দুই স্পিনার, তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছেন সফরকারীরা। এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গুম্বি, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ক্লাইভ মাদান্দে, লুক জঙ্গুই, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এসএইচএস