টানা তিন হারে সিরিজ খোয়াল বাংলাদেশ
২ মে ২০২৪ ২১:৪৭ | আপডেট: ২ মে ২০২৪ ২৩:৩২
সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী দলের। কিছুদিন আগে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে টানা ছয় ম্যাচ হেরেছে বাংলাদেশ। ভারত সিরিজেও ঘুরে দাঁড়াতে পারল না নিগার সুলতানা জ্যোতির দল। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খোয়াল বাংলাদেশ। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশি মেয়েদের ৭ উইকেটে হারিয়েছে ভারত নারী দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১১৮ রান তোলে বাংলাদেশ। পরে শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই ম্যাচ জিতেছে সফরকারীরা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচই জিতে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করল ভারত।
বাংলাদেশের ১১৮ রানের জবাব দিতে নেমে ওপেনিং জুটিতেই ৯১ রান তোলেন ভারতের দুই ওপেনার। শেফালি ভার্মা ছিলেন রীতিমতো বিধ্বংসী। ভারতীয়রা ব্যাটিংয়ে কতটা শক্ত এই জুটিতে সেটারও একটা ধারনা পাওয়া যায়। দুজনই রান তুলছিলেন সমানতাল। দলীয় ৯১ রানের মাথায় রিতু মনীর বলে তার হাতেই ক্যাচ তুলে দেওয়ার আগে ৩৮ বলে ৫১ রান করেন শেফালি। তার ইনিংসে চারের মার ৮টি।
এরপর দ্রুত আরও দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তবে সেটা ভারতের জয়ে প্রভাব ফেলতে পারেনি। ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ১২১ রান তুলে ফেলে ভারত। স্মৃতি মান্ধানা ৪২ বলে ৫টি চার ১টি ছয়ে ৪৭ রানে আউট হয়েছেন।
এর আগে আজ আবারও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। ওপেনার দিলারা আক্তার ও তিনে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে শুরুতে বেশ ভালোই এগুচ্ছিল বাংলাদেশ। একটা সময় বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ৮৫। সেই বাংলাদেশ আটকে যায় ১১৭ রানেই! নিচের দিকে টপাটপ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রানে থেমেছে স্বাগতিকরা। ২৭ বলে ৫টি চারে ৩৯ রান করেন ওপেনার দিলারা আক্তার। দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক নিগার সুলতানা আজ ৩৬ বলে ২৮ রান করেন। সুবহানা মোস্তারি ১৫ রান করেছেন। ভারতের হয়ে দুটি উইকেট নিয়েছেন রাধা যাদব।
সারাবাংলা/এসএইচএস