Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়ে সিরিজ সহজ হবে না: শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ মে ২০২৪ ১৮:৫২ | আপডেট: ২ মে ২০২৪ ২২:১৪

একদিন পর থেকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাকে ভালো প্রস্তুতি মনে করা হচ্ছে। কিন্তু বিশ্বকাপ খেলার সুযোগ না পাওয়া জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে কতটা বিশ্বকাপ প্রস্তুতি হবে? বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য এই সিরিজকে হালকা ভাবে নিচ্ছেন না। জিম্বাবুয়ে সিরিজটা সহজ হবে না মনে করছেন শান্ত।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সারাদেশে কিছুদিন ধরে প্রচন্ড গরম। এর মধ্যে গতকাল বুধবার অনুশীলন করেননি ক্রিকেটাররা। আজও ছিল ঐচ্ছিক অনুশীলন। অনুশীলনে নেমেছিলেন মাত্র ৬ জন ক্রিকেটার।

ক্রিকেটাররা অবশ্য ক্রিকেটের মধ্যেই ছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন বেশিরভাগ ক্রিকেটার। অনুশীলন সেশনও করেছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ অনুশীলনে নামেননি। ম্যাচের আগের দিন সরাসরি প্রেস কনফারেন্স রুমে ঢুকে গেলেন।

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে শান্ত বলেন, ‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরে গেছে। এই জিম্বাবুয়ে কিন্তু কিছুদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে। ওইরকম চিন্তা করলে খুব বেশি পার্থক্য মনে হয় না। এখানে ম্যাচটা আমরা কীভাবে খেলছি, কীভাবে প্রস্তুত হচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কীভাবে গড়ে তুলছি…। এতটুকু বলতে পারি, সিরিজটা এত সহজ হবে না। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে। কারণ তারাও অনেক ভালো দল।’

জিম্বাবুয়ে সিরিজটাকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই বড় করে দেখা হচ্ছে। তবে শান্ত বললেন, প্রস্তুতির পাশাপাশি সিরিজ জয়ে বেশি  গুরুত্ব তার। আগে সিরিজ জয় নিশ্চিত করতে চান বাংলাদেশ অধিনায়ক।

শান্ত বলেন, ‘প্রথমত অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য। আর প্রস্তুতি তো অবশ্যই, ওটা আমাদের মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে দেখব কিংবা অনেক পরীক্ষা-নিরীক্ষা করবো, তাও না। পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে না এ কারণে যে ১৫ টা খেলোয়াড় এখানে আছে সবাই সামর্থ্যবান এই দলকে হারানোর জন্য। প্রস্তুতি বলব না। আমি বলব সুন্দর প্রস্তুতি এবং কোন কোন জায়গায় ভালো প্রস্তুতি নিয়ে যেন আমরা বিশ্বকাপে যেতে পারি।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর