ভারতের বিপক্ষে সিরিজের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা
২৬ এপ্রিল ২০২৪ ২১:৫৫ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২১:৫৮
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের বিপক্ষেও খুব বেশি ভালো স্মৃতি নেই বাংলাদেশের। শক্তির বিচারেও অনেকটা এগিয়ে ভারতীয়রা। তবে ভারতের বিপক্ষে এবারের সিরিজের আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশি মেয়েরা।
আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট দলের এই সিরিজটি নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। সেই কারণেই বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে বাংলাদেশে সিরিজ খেলতে এসেছেন ভারতীয় নারীরা।
দুই দল খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে কখনোই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেনি বাংলাদেশ নারী দল। সিরিজের আগে বাংলাদেশ নারী দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার বললেন, তারা ভারত সিরিজকে সামনে রেখে তারা ভালোভাবে প্রস্তুত হচ্ছেন।
নাহিদা বলেন, ‘আমরা এখানে খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আরও একটা দিন আছে। আশা করি, ভালো প্রস্তুতি হবে। গতকাল আর আজ আমাদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে। বোলাররাও খুব ভালো করেছে। আমাদের ভালো খেলতে হবে। এটা নিশ্চিত যে ভালো না খেললে ম্যাচ জেতা যাবে না। যেদিন ভালো খেলবেন, সেদিন ম্যাচ জিতবেন। আমাদেরও সে চেষ্টাই থাকবে। এখন আমরা একটা ভালো জায়গায় আছি। আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে ভালো কিছু করতে পারব।’
কয়েক দিন যাবত সারাদেশে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। দিনের বেলা দেখা যাচ্ছে তীব্র রোদ। মাঠের ক্রিকেটে নিশ্চয় সেটা ভোগাবে। তবে নাহিদা এসব নিয়ে না ভেবে ক্রিকেটেই মনেযোগী হচ্ছেন। বলেছেন, ‘যে গরম পড়ছে, সবার কষ্ট হচ্ছে। আমার মনে হয়, পেশাদার খেলোয়াড় হিসেবে এ নিয়ে অজুহাত দেওয়া উচিত নয়। তারপরও আমরা বলব, ঢাকার থেকে এখানে…আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, মানিয়ে নিতে হবে। এটা নিয়ে চিন্তিত নই। আমরা আমাদের মনোযোগ খেলায় রাখছি।’
বাংলাদেশ-ভারত নারী দলের সর্বশেষ সিরিজে বেশ আলোচিত হয়েছিল। ভারতীয় মেয়েদের স্লেজিং ও অসদাচরণের বিষয়গুলো নিয়ে অনেকেই সরব হয়েছিলেন।
আরেকটি সিরিজের আগে সেসব নিয়ে প্রশ্ন করা হলে নাহিদা বললেন, ক্রিকেটের বাইরে অন্য কোনো বিষয়ে মনোযোগ দিতে চান না তারা, ‘আমরা ওটা চিন্তা করছি না। আমরা চিন্তা করি মাঠে কীভাবে ভালো ক্রিকেট খেলব, কীভাবে জয় পাব…।’
বাংলাদেশ-ভারত নারী দলের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ ২৮ এপ্রিল।
সারাবাংলা/এসএইচএস