Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন সেঞ্চুরির ম্যাচে মোহামেডানের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৪ ২০:১৩ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ২৩:৪৩

তীব্র গরমে হাঁসফাঁস করছে জনজীবন। এর মধ্যেই  চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগের খেলা। ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে বড় রানের ম্যাচ হয়েছে। মিরপুরে মাঝারি রানের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে বড় জয় পেয়েছে অপ্রতিরোধ্য আবাহনী লিমিটেড। আর বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৩৮ রান করেও ১৩ রানে জিতেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

বিজ্ঞাপন

ফতুল্লায় জোড়া সেঞ্চুরি করেও মোহামেডানের বিপক্ষে জয় পায়নি শেখ জামাল। আগে ব্যাটিং করতে নেমে শেখ জামালেন দুই ব্যাটার সাইফ হাসান ও তাইবুর রহমান সেঞ্চুরি করেছেন। রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার আগে ১৪৬ বল খেলে ৭টি চার ৬টি ছক্কায় ১২০ রান করেছেন সাইফ। আর তাইবুর রহমান ৭টি চার, ৩টি ছয়ে ১১৪ বলে ১০২ রান করে অপরাজিত ছিলেন। দুই সেঞ্চুরিতে ৫০ ওভারে ২৫৯ রান তুলেছিল আগে ব্যাটিং করতে নামা শেখ জামাল।

বিজ্ঞাপন

রান তাড়ায় মোহামেডানের ছন্দে থাকা  ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন দারুণ সেঞ্চুরি করেছেন। ১২২ বলে  ৫টি চার ৬টি ছক্কায় ১০১ রান করেছেন  অঙ্কন। পরে অভিজ্ঞ মাহমুদউল্লাহ দারুণ কার্যকরী একটা ইনিংস খেলে মোহামেডানকে জিতিয়েছেন। ৮৮ বলে ৩টি করে চার-ছয়ে ৮৭ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। ২ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে মোহামেডান। ১২ ম্যাচে মোহামেডানের এটা নবম জয়। অপর দিকে শেখ জামাল আজ চতুর্থ ম্যাচ হারল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজও আবাহনীকে থামাতে পারেনি তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সকালে আগে বোলিং করতে নেমে নতুন বলে প্রাইম ব্যাংকের টপ অর্ডারকে কাঁপিয়ে দিয়েছেন আবাহনীর দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুুল ইসলাম। চার ওভারের মধ্যে মাত্র ৫ রানেই ৩ উইকেট তুলে নেন দুজন।

মুশফিকুর রহিম ও জাকির হাসান চতুর্থ উইকেট জুটিতে এই ধাক্কা কাটিয়ে তোলার চেষ্টা করেছেন। চতুর্থ উইকেটে ১১২ রান তোলেন দুজন। তবে এই দুজন ফেরার পর আবারও ধস নামে প্রাইম ব্যাংকের ইনিংসে। শেষ পর্যন্ত ৩৯.৩ ওভারে ১৭৮ রানে থামে প্রাইম ব্যাংক। জবাব দিতে নেমে সহজেই জিতেছে আবাহনী।

অনেকদিন পর রান পেয়েছেন লিটন দাস। ওপেনিং করতে নেমে ১০৬ বল খেলে ৫৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। তবে ব্যাটে ঝড় তুলেছিলেন  তরুণ তাওহিদ হৃদয়। মাত্র ২৭ বলে ৪টি চার ৫টি ছয়ে ৫৫ রান করেন হৃদয়। ৩৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জিতে যায় আবাহনী। লিগে এখন পর্যন্ত  ১২ ম্যাচ খেলা আবাহনী ১২তম জয় পেল।

এদিকে, বিকেএসপিতে আগে বোলিং করতে নেমে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১৩৮ রানেই গুটিয়ে দিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। কিন্তু দলটার বোলিং যতটা ভালো হয়েছে ব্যাটিং ততোটাই খারাপ হয়েছে। ১৩৮ রানের জবাব দিতে নেমেও শেষ পর্যন্ত ১৩ রানে হেরেছে দলটি।

মজার ব্যাপার হলো জবাব দিতে নেমে ২ উইকেটেই ৮৩ রান তুলে ফেলেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। তারপরই মহা-ধস! শেষ পর্যন্ত ২৭.৪ ওভারে ১২৫ রানে গুটিয়ে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

সারাবাংলা/এসএইচএস

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর