Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যান্সেলোর মেয়ের মৃত্যু কামনা বার্সা সমর্থকদের

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৪ ১৫:৪৪

গেল মঙ্গলবার ঘরের মাঠে পিএসজির কাছে ৪-১ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। আর তাতেই কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে কাতালান ক্লাবটিকে। বার্সার এমন বিদায়ে খেলোয়াড় থেকে শুরু করে হতাশ সমর্থকরাও। খেলোয়াড়দের নিয়ে ম্যাচ শেষে সমর্থকরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়াও দেখিয়েছেন। তবে জাও ক্যান্সেলোর বিরুদ্ধে সমর্থকরা যেন ছাড়িয়ে গেছেন সবকিছুর মাত্রা।

বার্সেলোনা সমর্থকদের একাংশ ক্যান্সেলোর সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলে পড়ে। আর সেখানে ক্যান্সেলোকে নিয়ে বিরূপ মন্তব্য করেই ক্ষান্ত হয়নি বার্সা সমর্থকরা। ক্ষুব্ধ সমর্থকেরা ম্যাচ তার পরিবারের মৃত্যুও কামনা করেছে। এমন কি তার অনাগত সন্তানেরও মৃত্যু কামনা করেছে দলটির সমর্থকরা। এমনটাই জানিয়েছেন ২৯ বছর বয়সী এই পর্তুগিজ ডিফেন্ডার।

বিজ্ঞাপন

পিএসজির বিপক্ষে ম্যাচের তখন ৫৯তম মিনিটের খেলা চলছিল। বল নিয়ে ডি বক্সের ভেতর ঢুকে পড়া উসমান দেম্বেলেকে ট্যাকল করে ফেলে দেন বার্সায় ধারে খেলতে আসা ক্যান্সেলো। আর সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৬১ মিনিটে সফল স্পট কিকে পিএসজিকে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। বার্সা কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে তখনই।

এই ঘটনাকে কেন্দ্র করেই সমর্থকরা ক্ষুদ্ধ হয় ক্যান্সেলোর ওপর। একটি সাক্ষাৎকারে ক্যান্সেলো বলেন, ‘লোকেরা যাচ্ছেতাই লিখেছে। ইনস্টাগ্রামে এমনও মন্তব্য দেখেছি, যেখানে আমার মেয়ের মৃত্যু কামনা করা হয়েছে। অথচ ওর এখনো জন্মই হয়নি। তারা কথাগুলো আমার সামনে এসে বলতে পারবে না। কারণ, তারা জানে এতে ঝামেলা হবে। কিন্তু তারা চাইলে সামাজিক যোগাযোগমাধ্যমে যা মন চায়, সেটাই লিখতে পারে।’

বিজ্ঞাপন

কানসেলোর প্রেমিকা দানিয়েলা মাসাদো একজন ইন্টারনেট ব্যক্তিত্ব ও ব্লগার। তাদের প্রথম কন্যাসন্তান আলিসিয়া জন্ম নেয় ২০১৯ সালে। ২৭ বছর বয়সী মাসাদো বর্তমানে অন্তঃসত্ত্বা। আরেকটি কন্যাসন্তান জন্ম দেওয়ার অপেক্ষায় আছেন তিনি। ক্যান্সেলো সাক্ষাৎকারে সেই অনাগত সন্তানের কথাই বোঝাতে চেয়েছেন।

ক্যান্সেলো আরও বলেন, ‘তারা আমার সঙ্গী, মেয়ে ও অনাগত সন্তানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। আপনাকে এটার সঙ্গে বসবাস করতে জানতে হবে। আমি জানি কীভাবে চলতে ফিরতে হয়। কিন্তু তাদের নিয়ে কী বলব, সেটা জানা নেই।’

সারাবাংলা/এসএস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জাও ক্যান্সেলো বার্সেলোনা

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর