Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত সিরিজে বাংলাদেশ দলে ১৫ বছরের হাবিবা

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪ ২৩:৩৫

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে ভারত জাতীয় নারী ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে চমক দেখিয়ে দলে ডাক পেয়েছেন ১৫ বছর বয়সী ডানহাতি পেসার হাবিবা ইসলাম পিংকি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।

ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা। ভারত সিরিজেই চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলা সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে থাকলেও এবার বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার ফারজানা আক্তার লিসা। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন রুবাইয়া।

অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকলেও এবার স্ট্যান্ডবাই হিসেবে আছেন স্পিন বোলিং অলরাউন্ডার সুমাইয়া আক্তার। তার পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন হাবিবাকে।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটিই অনুষ্ঠিত হবে সিলেটে। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ২৮ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল দ্বিতীয়, ২ মে তৃতীয়, ৬ মে চতুর্থ আর ৯ মে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ও শেষ ম্যাচটি হবে দিবারাত্রির।

বাংলাদেশের ১৫ সদস্যের দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন, দিলারা আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক ও হাবিবা ইসলাম পিংকি।

বিজ্ঞাপন

স্ট্যান্ডবাই: সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি।

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ নারী দল বনাম ভারত নারী দল ভারতের বাংলাদেশ সফর