সেরা সময়ে থাকা মোস্তাফিজকে যে পরামর্শ দিলেন ডোনাল্ড
১৩ এপ্রিল ২০২৪ ২০:৫৬ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ২১:০১
আইপিএলে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার। এই মুহূর্তে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী জাসপ্রিত বুমরাহ মোস্তাফিজের চেয়ে মাত্র এক উইকেট বেশি নিয়ে শীর্ষে। চেন্নাইয়ের ঘরের মাঠে মোস্তাফিজের বোলিং ‘এক্স ফ্যাক্টর’ হয়ে উঠছে। ছন্দে থাকা মোস্তাফিজকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলিং কোচ অ্যালন ডোনাল্ড।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বসবে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপকে ঘিরে মোস্তাফিজকে পরামর্শ দিয়েছেন ডোনাল্ড।
ডোনাল্ড বাংলাদেশের কোচ থাকাকালীন তার সঙ্গে নীবিড়ভাবে কাজ করেছে মোস্তাফিজ। স্লোয়ার ডেলিভারিগুলো কিভাবে আরও ভয়ঙ্কর করা যায় সে বিষয়ে কাজ করেছেন অনেক। সেসব স্মরণ করিয়েছেন ডোনাল্ড।
সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড বলেছেন, ‘বোলিং দেখে মনে হচ্ছে মুস্তাফিজ তার স্টক ডেলিভারিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। বোলিংয়ে শুধু তার গতিই নয়, বৈচিত্র্যেও ভালো করছে। ছন্দের দিক থেকে বলব, সেরা সময় কাটাচ্ছে। বেশ নিয়ন্ত্রিত লাগছে। সঙ্গে যোগ করতে চাই, বেশ সতেজ মনে হচ্ছে এবং নিজের ক্রিকেট উপভোগ করছে। নতুন বলে শুরু থেকে ছন্দ পাচ্ছে। বল ভেতরে নিতে পারছে আবার বাইরেও টেনে নিচ্ছে। এখন যেটা ও করছে সেটা সব সময় চাহিদা ছিল।’
চেন্নাই সুপার কিংসে গিয়ে মোস্তাফিজ আরও আত্মবিশ্বাসী হয়েছেন বলেছেন ডোনাল্ড, ‘মুস্তাফিজ যখন ভালো বোলিং করে তখন তার গতি ঠিক থাকে এবং বল দেরিতে সুইং করে। বিশ্বকাপে কিছুটা দেখাতে শুরু করেছিল কিন্তু ধারাবাহিকতা থাকেনি। কখনো না কখনো এটা হতে পারে। ট্রেনিংয়ে যখন এটা হওয়া শুরু করলো তখন আমি ও ফিজ এটা নিয়ে আরও কাজ করা শুরু করেছিলাম। আমরা স্লোয়ার বলে বাড়তি নিয়ন্ত্রণ রাখার কাজ করেছিলাম। এখন যেভাবে বোলিং করছে ঠিক সেটাই আমরা করছিলাম। তাকে দেখে মনে হচ্ছে খুব আত্মবিশ্বাস পেয়েছে চেন্নাই সুপার কিংসের তাঁবুতে। তাকে দেখে ভালো লাগছে।’
তবে আইপিএলে বিশেষ করে চেন্নাইয়ের মাঠে যেভাবে বোলিং করে সাফল্য পাচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে সেভাবে বোলিং করে সাফল্য পাওয়ার সম্ভবনা কম। কারণ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রের উইকেট থাকবে অন্য রকম।
ডোনাল্ড বলেন, ‘আমি মনে করি সে চোখ বন্ধ করেও অফ পেস ডেলিভারি করতে পারবে। এভাবেই সে নিজেকে তৈরি করেছে। সামনের যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের জন্য তাকে মনে করিয়ে দেওয়া উচিত ওখানে পেস কমিয়ে খুব বেশি সফলতা আসবে না। বরং পেস রেখে বলে লেট মুভমেন্ট করিয়ে তার বোলিং করতে হবে। শুধু ভাবনায় যদি কাটার, স্লোয়ার থাকে তাহলে…কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন।’
সারাবাংলা/এসএইচএস