Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটাররা ঈদের দিন কে কোথায়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৪ ২২:০৩ | আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ০০:১৪

দেশে মুসলিম বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর উৎযাপিত হচ্ছে আজ। এবার নির্বিঘ্নে ঈদ কাটাতে পারছেন বাংলাদেশি ক্রিকেটাররা। জাতীয় দলের খেলা নেই। ঘরোয়া পর্যায়েও খেলা নেই। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ঈদের কদিন আগে বন্ধ হয়ে গেছে। ফলে পরিবারের সঙ্গেই এবার ঈদ কাটাতে পারছেন ক্রিকেটাররা।

বেশিরভাগ ক্রিকেটারই গ্রামে পরিবারের সঙ্গে ঈদ কাটাচ্ছেন। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, অধিনায়ক নাজমুল হোসেন শান্তরা নিজ গ্রামে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে গেছেন। সাকিব আল হাসানের পরিবার যুক্তরাষ্ট্রে। ফলে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব। আইপিএল খেলতে মোস্তাফিজুর রহমান এখন ভারতে। সেখানেই ঈদ কাটছে মোস্তাফিজের।

বিজ্ঞাপন

সাবেক অধিনায়ক সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঈদের নামায আদায় করেছেন। নিউ ইয়র্কের সিটি সংলগ্ন লং আইসল্যান্ডে সাকিবের বাড়ি। তিন সন্তান ও স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে সেখানেই আছেন সাকিব।

জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঈদ কাটাচ্ছেন নিজ শহর রাজশাহীতে। খেলাধুলার ব্যস্ততা না থাকলে সচরাচর রাজশাহীতেই ঈদ কাটাতে দেখা যায় শান্তকে।

সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও তরুণ তাওহিদ হৃদয় তাদের নিজ শহর বগুড়াতে ঈদ কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের নামাযের ছবি পোস্ট সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুশফিক।

মাহমুদউল্লাহ রিয়াদ ঈদ কাটাচ্ছেন নিজ শহর ময়মনসিংহে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের ছবি পোস্ট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক।

ঢাকার ছেলে তাসকিন আহমেদ ঈদ পালন করছেন ঢাকাতেই। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও ঢাকায় ঈদ পালন করছেন এবার। এছাড়া শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, নাহিদ রানাসহ বেশিরভাগ ক্রিকেটারই আছেন নিজেদের গ্রামের বাড়িতে।

বিজ্ঞাপন

ঈদের ছুটি শেষ হতেই আবারও ক্রিকেটীয় ব্যস্ততা শুরু হয়ে যাবে। ১৫ এপ্রিল থেকে আবারও মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। প্রিমিয়ার লিগ চলা অবস্থাতেই জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। জাতীয় দলের ক্রিকেটাররা ক্যাম্পে ঢুকে যাবেন। চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে রওনা দিবেন ক্রিকেটাররা।

সারাবাংলা/এসএইচএস

ঈদ উল ফিতর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর