শান্ত-লিটনদের দুঃসংবাদ, হাসানের সুসংবাদ
১০ এপ্রিল ২০২৪ ২০:৪৩ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ২০:৪৯
বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে গত বুধবার। আজ টেস্ট র্যাংকিংয়ে হালনাগাদ করেছে আইসিসি। তাতে ব্যাটিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের। তবে প্রথমবার টেস্ট খেলতে নেমেই দারুণ বোলিং করা তরুণ পেসার হাসান মাহমুদ সুসংবাদ পেয়েছেন। প্রথম টেস্ট খেলেই বোলিং র্যাংকিংয়ে একশর মধ্যে ঢুকে পরেছেন তিনি।
চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ১৯২ রানে ম্যাচ হেরেছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজরা রান পেলেও লিটন দাস, নাজমুল হোসেন শান্তর মতো টপ অর্ডারের ব্যাটাররা দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন। তারই প্রভাব পরেছে র্যাংকিংয়ে।
প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৩৮ রান করা লিটন র্যাংকিংয়ে ৫ ধাপ পিছিয়েছেন। ৬২৫ রেটিং নিয়ে লিটন নেমে গেছেন ২৯ নম্বরে। শান্তর অবনতি হয়েছে ৮ ধাপ। প্রথম ইনিংসে ১ ও দ্বিতীয় ইনিংসে ২০ রান করা শান্ত ৪৮৫ রেটিং পয়েন্ট নিয়ে এখন আছেন ৬১তম অবস্থানে।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮১ রান করা মেহেদি হাসান মিরাজ ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন র্যাংকিংয়ের ৮৮তম অবস্থানে। দ্বিতীয় ইনিংসে ৫০ রান করা মুমিনুল হক চার ধাপ এগিয়ে ৪৬তম স্থানে উঠে এসেছেন।
অভিষিক্ত হাসান মাহমুদ দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৬ উইকেট। যাতে টেস্টে বোলিং র্যাংকিংয়ের সেরা একশতে ঢুকে পড়েছেন বাংলাদেশি পেসার। ডানহাতি পেসারের অবস্থান এখন ৯৫তম।
সারাবাংলা/এসএইচএস