চেন্নাইয়ে যোগ দিতে ঢাকা ছেড়েছেন মোস্তাফিজ
৭ এপ্রিল ২০২৪ ১৮:৫৭ | আপডেট: ৭ এপ্রিল ২০২৪ ১৯:০০
ভিসা সংক্রান্ত কারণে আইপিএলের দল চেন্নাই সুপার কিংস ছেড়ে বাংলাদেশে আসতে হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। ভিসা প্রক্রিয়া শেষে আবারও চেন্নাইয়ে যোগ দিচ্ছেন বাংলাদেশি পেসার।
আজ রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা মোস্তাফিজের। সে হিসেবে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচটা খেলতে পারবেন বাঁহাতি পেসার।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই কারণেই দেশে ফিরতে হয়েছিল মোস্তাফিজকে। যুক্তরাষ্ট্রের ভিসা কার্যক্রম সম্পন্ন করতে গত মঙ্গলবার দেশে এসেছিলেন। ভিসার জন্য মোস্তাফিজের পাসপোর্ট জমা নেওয়া হয়েছিল বলেই কদিন দেশে থাকতে হয়েছে তাকে। আজ পাসপোর্ট হাতে পেয়ে আবার ভারতের বিমান ধরেছেন।
এদিকে, এই কদিনের বিরতিতে চেন্নাইয়ের একটা ম্যাচ মিস করেছেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সেই ম্যাচটা হেরেছে চেন্নাই। আগামীকাল ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে চেন্নাই। সেই ম্যাচে মোস্তাফিজ চেন্নাইয়ের একাদশে থাকেন কিনা সেটাই দেখার বিষয়।
সারাবাংলা/এসএইচএস