আবাহনীর নয়ে নয়, তামিমের পঞ্চম ফিফটি
৬ এপ্রিল ২০২৪ ২০:৩৩ | আপডেট: ৬ এপ্রিল ২০২৪ ২২:৩৬
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের জয়রথ ছুটছেই। আজ আসরের নবম ম্যাচ খেলতে নেমে নয় নম্বর জয় তুলে নিয়েছে তারকাবহুল দলটি। দিনের অপর ম্যাচে লজ্জার রেকর্ড গড়েছে গাজী টায়ার ক্রিকেট একাডেমি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ৪০ রানেই গুটিয়ে গেছে দলটি। এদিকে, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৭৩ রানে হেরেছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে ব্যাট হাতে আজও রান পেয়েছেন তামিম। নবম ম্যাচ খেলতে নেমে পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন অভিজ্ঞ ওপেনার।
শনিবার (৬ এপ্রিল) নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জকে দাঁড়াতেই দেয়নি আবাহনী। আবাহনীর তিন পেসার তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের পেসে স্রেফ উড়ে গেছে রূপগঞ্জ। শুরুটা করেছিলেন শরিফুল। পরে প্রতিপক্ষকে রীতিমতো ধসিয়ে দিয়েছেন তরুণ সাকিব। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার কাজে যুক্তি ছিলেন অভিজ্ঞ তাসকিনও।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৮.৩ ওভারে ৯৯ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জ। দলটির পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেছেন শামীম পাটোয়ারী। আবাহনীর হয়ে সাকিব ২৩ রানে পাঁচ উইকেট নিয়েছেন। শরিফুল তিনটি ও তাসকিন দুটি করে উইকেট নিয়েছেন। পরে জবাব দিতে নেমে মোসাদ্দেক হোসেনের ঝড়ো ১৮ বলে ৪৮ রানের ইনিংসে ১০.৪ ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত করেছে আবাহনী। এছাড়া ৩৭ রান করেছেন এনামুল হক বিজয়।
বিকেএসপির তিন নম্বর মাঠে আবু হায়দার রনির পেস তোপে রীতিমতো বিধ্বস্ত হয়েছে গাজী টায়ার ক্রিকেট একাডেমি। ৭ ওভার বোলিং করে ২০ রানে ৭ উইকেট তুলে নিয়েছেন রনি। ২০ রানে অপর তিন উইকেট নিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। মোহামেডানের হয়ে অপর কোনো বোলার আজ আর বোলিংই করেননি। ১২ ওভারে মাত্র ৪০ রানে গুটিয়ে গেছে গাজী টায়ার ক্রিকেট একাডেমি। সর্বোচ্চ ১৬ রান করেছেন ইফতেখার সাজ্জাদ। পরে ১ উইকেট হারিয়ে ৬.২ ওভারেই জয় নিশ্চিত করেছে ইমরুল কায়েসের মোহামেডান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এক তামিম ইকবালই কেবল লড়াই করেছেন। সাইফ হাসানের সেঞ্চুরিতে ২৯২ রানের বড় সংগ্রহ গড়েছিল আগে ব্যাটিং করা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১২০ বলে ১১৫ রান করেছেন সাইফ। এছাড়া সৈকত আলী করেছেন ৪৩ রান।
পরে জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২১৯ রানে গুটিয়ে গেছে প্রাইম ব্যাংক। অধিনায়ক তামিম ইকবাল ওপেনিংয়ে নেমে ৭০ বলে ৫টি চারে সর্বোচ্চ ৬৯ রান করেছেন। ৪২ রান করেছেন মোহাম্মদ মিঠুন।
সারাবাংলা/এসএইচএস