Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দারুণ জয়ে আর্সেনালকে টপকে লিগের শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
৫ এপ্রিল ২০২৪ ০৪:১৫ | আপডেট: ৫ এপ্রিল ২০২৪ ০৪:২৭

শিরোপা পুনরুদ্ধারের ম্যাচে ঘরের মাঠে শেফিল্ড ইউনাইটেডকে আতিথ্য দেয় লিভারপুল। আর শিরোপার দৌড়ে নিজেদের আরও এক ধাপ এগিয়ে নিতে শেফিল্ডকে জেঁকে ধরে অল রেডরা। শেফিল্ড কিছুটা প্রতিরোধ গড়লেও ম্যাচের শেষ আধা ঘণ্টায় প্রতিপক্ষকে কোনো সুযোগই দিল না ইয়্যুর্গেন ক্লপের দল। দারুণ জয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল তারা।

অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে স্বাগতিকরা। ডারউইন নুনেজের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর তাদের আত্মঘাতী গোলে ম্যাচে সমতায় ফেরে। এরপর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নৈপুণ্যে শিরোপা প্রত্যাশীরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান কোডি গাকপো। এতেই ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা।

বিজ্ঞাপন

এই জয়ে আর্সেনালকে টপকে আবারও লিগের শীর্ষে উঠেছে লিভারপুল। আগের দিন লুটন টাউনকে হারিয়ে শীর্ষে উঠেছিল আর্সেনাল। ২৪ ঘণ্টার মধ্যেই তাদেরকে দ্বিতীয় স্থানে নামিয়ে দিল লিভারপুল। ৩০ ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৭০। আর ২১ জয় ও ৫ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৬৮। সমান ম্যাচে ২০ জয় ও ৭ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার সিটি।

১৭তম মিনিটে শেফিল্ড গোলরক্ষক ইভো গিরবিচের ভুলে এগিয়ে যায় লিভারপুল। প্রতিপক্ষের কোনো তখন চাপই ছিল না, তারপরও ডারউইন নুনেজকে এগিয়ে আসতে দেখে একটু তাড়াহুড়ো করেই শট নেন গিরবিচ। বল সামনে লাফিয়ে ওঠা নুনেজের পায়ে লেগে চলে যায় জালে। পেছনে ছুটেও নাগাল পাননি গোলরক্ষক। ৩৪তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পায় লিভারপুল। তবে অ্যালিস্টারের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১০ মিনিট পর দারুণ এক সেভ করে ব্যবধান বাড়তে দেননি গিরবিচ। ডমিনিক সোবোসলাইয়ের শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান তিনি।

বিজ্ঞাপন

সুযোগ হাতছাড়া করেও প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে শেষ করে লিভারপুল।

দ্বিতীয়ার্ধে ফিরেই পাঁচ মিনিটে আরও তিনবার গোলের চেষ্টা চালায় লিভারপুল কিন্তু তেমন সুযোগ তৈরি করতে পারেনি। এরপরই ৫৭তম মিনিটে কনর ব্র্যাডলির ওই আত্মঘাতী গোল। অবশ্য লিভারপুলের তরুণ এই ডিফেন্ডারের সেখানে খুব একটা দায় ছিল না। ডি-বক্সে শেফিল্ড মিডফিল্ডারের হেড লক্ষ্যে ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত বল ব্র্যাডলির পায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়।

সমতায় ফেরা শেফিল্ডকে এবার চেপে ধরে অল রেডরা। একের পর এক আক্রমণে কোণঠাসা করে ফেলে সফরকারীদের। ৭৬তম মিনিটে এসে লিড পুনরুদ্ধার করে অল রেডরা। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দলকে ফের এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। ৮৫তম মিনিটে আরেকটি চমৎকার গোল পেতে পারতেন অ্যালিস্টারের। কিন্তু দুর্ভাগ্য বাঁধ সাধে বিশ্বকাপজয়ী তারকা দারুণ ফ্রি কিক ক্রসবারে বাধা পায়।

ম্যাচের শেষ মুহূর্তে এসে কোডি গাকপো গোল করে নিশ্চিত করেন অল রেডদের জয়। বাঁ দিকের বাইলাইন থেকে বক্সে দারুণ এক ক্রস বাড়ান অ্যান্ডি রবার্টসন আর নিখুঁত হেডে গোলটি করেন ডাচ ফরোয়ার্ড। এতেই ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

সারাবাংলা/এসএস

ইপিএল টপ নিউজ লিভারপুল বনাম শেফিল্ড ইউনাইটেড