বাজে হারের পর ঘরোয়া ক্রিকেটে নজর দিতে বললেন নাজমুল
৩ এপ্রিল ২০২৪ ১৫:২৮ | আপডেট: ৩ এপ্রিল ২০২৪ ১৫:৩১
শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে রীতিমতো উড়ে গেল বাংলাদেশ। সিলেট টেস্টে বিশাল ব্যবধানে হারের পর চট্টগ্রামেও বিধ্বস্ত হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দুই টেস্টের মোট চার ইনিংস মিলিয়ে মাত্র একবার দুইশর বেশি রান তুলতে পেরেছে বাংলাদেশ। স্বাগতিক ফিল্ডারদের টপাটপ ক্যাচ ফেলার দৃশ্যগুলো ছিল আরও দৃষ্টিকটু। এমন পারফরম্যান্সের ব্যাখ্যা নেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে। তবে বললেন, বেশি বেশি ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ক্রিকেটারদের।
শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে লাল বলে সেভাবে প্রস্তুতি নিতে পারেনি ক্রিকেটাররা। বাংলাদেশি ক্রিকেটাররা দীর্ঘদিন ব্যস্ত ছিলেন সাদা বলের ক্রিকেট নিয়েই। প্রস্তুতি ঘাটতির বিষয়টি স্পষ্টভাবেই ফুটে উঠেছে শ্রীলংকা সিরিজে। সেই জন্যই হয়তো বেশি বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার কথা বললেন শান্ত।
চট্টগ্রাম টেস্টে আজ ১৯২ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরনি অনুষ্ঠানে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের প্রেক্ষিতে শান্ত বলেন, ‘আমাদের ব্যাটিংয়ে তাকালে দেখবেন, সবাই সেট হয়েছে ঠিকই কিন্তু বড় রান করতে পারেনি। এটা নিয়ে ভাবতে হবে। উইকেটে সেট হয়ে গেলে বড় রান করতে হবে। আমাদের বেশি করে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে।’
শ্রীলংকার বিপক্ষে বাজে পারফরম্যান্সের মধ্যে গতকাল বাংলাদেশি ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট নিয়ে কথা বলেছিলেন সাবেক অধিনায়ক মুমিনুল হকও। অবশ্য মুমিনুলের কথাটা ছিল একটু অন্যরকম। মুমিনুল বলেছিলেন, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে অনেক নিচে। ফলে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটে খেলে হুট করে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাওয়া সহজ নয়।
শ্রীলংকা সিরিজে বারবার দৃষ্টিকটু শটে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন বাংলাদেশি ব্যাটাররা। দলটা তারুণ্যনির্ভর বলে এমনটা হচ্ছে মনে করছেন নাজমুল হোসেন শান্ত। এদের সময় দিলে ভালো করতে পারবেন মনে করছেন তিনি।
শান্ত বলেন, ‘একদমই তরুণ দল, বেশ কিছু তরুণ খেলোয়াড় খেলছে এই দলে। খুব বেশি অভিজ্ঞ না। খেলতে খেলতে হয়তো ওই অভ্যাসটা চলে আসবে। এখানে যারা আছে প্রত্যেকের ওই ইচ্ছাটা আছে, আগ্রহ আছে কীভাবে আরও বেটার ক্রিকেটটা খেলতে পারে। আমার মনে হয় আরও সময় গেলে এই দলটা আস্তে আস্তে ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারছে।’
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এসএইচএস