Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যাটট্রিক করেও আক্ষেপ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৪ ২২:৪৮

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম বোলার হিসেবে আজ আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন বাংলাদেশ নারী দলের বাঁহাতি পেসার ফারিহা ইসলাম। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংসের শেষ তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিকের উল্লাসে মেতেছেন ফারিহা। তবে মাঠ ছাড়তে হয়েছে আক্ষেপ নিয়েই। দল যে হেরেছে বড় ব্যবধানে।

দল জিতলে হ্যাটট্রিকের আনন্দটা নিশ্চয় আরও বেশি অনুভব হতো, সেটাই বলছিলেন ফারিহা। মিরপুরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফারিহা বলেন, ‘ম্যাচ হেরে যাওয়াটা হতাশার। দল জিতলে ব্যক্তিগত অর্জন নিয়ে আরও বেশি ভালো লাগত। তখন হয়তো আমরা (হ্যাটট্রিক) উদ্‌যাপনও করতাম। কিন্তু সবার আগে দল। আমরা ভালো শুরু করেছিলাম। আশা ছিল, ভালোভাবে শেষও করতে পারব। কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি।’

বিজ্ঞাপন

আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথম তিন ওভারে ১৩ রান দেওয়া ফারিহা শেষ ওভারে বোলিং করতে এলে প্রথম বলেই তাকে চার হাঁকান এলিস পেরি। ওভারের চতুর্থ বলে ওয়াইড লং অফে স্বর্ণার হাতে ক্যাচ দেন পেরি। পরের বলে সোফি মলিনুকে পয়েন্টে ক্যাচ বানান  ফারিহা। ফারিহার পরের বলে অ্যারাউন্ড দ্য লেগে বোল্ড হয়েছেন বেথ মুনি।

হ্যাটট্রিকে বলে মুনিকে বোল্ড করার পরিকল্পনাই ছিল ফারিহার। ম্যাচ শেষে সেটাই বলেছেন, ‘দ্বিতীয় হ্যাটট্রিক পেয়ে ভালো লাগছে। দুটি উইকেট নেওয়ার পর পরের বলটি স্টাম্পে করতে চেয়েছি।’

এর আগেও ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেয়েছিলেন ফারিহা।

সারাবাংলা/এসএইচএস

ফারিহা ইসলাম বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর