ফারিহার হ্যাটট্রিক ম্যাচে সিরিজ খোয়াল বাংলাদেশ
২ এপ্রিল ২০২৪ ১৫:৪০ | আপডেট: ২ এপ্রিল ২০২৪ ১৫:৪২
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে আরেকবার উড়ে গেল বাংলাদেশ নারী দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে অজিদের বিপক্ষে আজ ৫৮ রানে হেরেছে স্বাগতিকরা।
এই হারে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও খোয়াল বাংলাদেশ নারী দল। চলতি সিরিজে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবকটিতেই বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল।
আজ বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম। তৃপ্তি বলতে এতোটুকুই। আগামী ৪ এপ্রিল তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দুই দল। সেই ম্যাচে হার এড়াতে না পারলে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হতে হবে বাংলাদেশ নারী দলকে।
মঙ্গলবার (২ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৬১ রানের স্কোর দাঁড় করিয়েছিল অস্ট্রেলিয়া নারী দল। নারী ক্রিকেটে টি-টোয়েন্টিতে এটা বিশাল স্কোর। এতো বড় স্কোর তাড়া করার মতো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ।
ওপেনিংয়ে দিলারা আক্তার বেশ ভালোই ব্যাটিং করছিলেন। তবে অপরপ্রান্ত থেকে টপাটপ উইকেট পরেছে বাংলাদেশের। ১৪ রানের ব্যবধানে চারটি উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পরে বাংলাদেশ। এরপর ফাহিমা খাতুন ও স্বর্ণা আক্তার বলার মতো একটা জুটি গড়তে পেরেছেন।
পঞ্চম উইকেট ২৮ বলে ৩০ রান তোলেন দুজন। তবে এই দুজন ফেরার পর আবারও যাওয়া-আসার মিছিলে নামেন বাংলাদেশ নারী দলের ব্যাটাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে থেমেছে বাংলাদেশ নারী দল। ২৫ বলে সর্বোচ্চ ২৭ রান করেছেন ওপেনার দিলারা আক্তার।
১৭ বলে ২১ রান করেছেন স্বর্ণা আক্তার। ফাহিমা খাতুন করেছেন ১৮ বলে ১৫ রান। এছাড়া দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল রাবেয়া খান, ১৭ বলে ১৪ রান।
এর আগে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহে সফরকারীদের টপ অর্ডারের বড় অবদান। শুরুতে উইকেট তুলে নিতে পারলেও অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট জুটি সহজে ভাঙতে পারেনি বাংলাদেশি বোলিং ডিপার্টমেন্ট।
দ্বিতীয় উইকেটে ৫৪ বলে ৯১ রান তোলেন অজি ওপেনার গ্রেস হ্যারিস ও তিনে নামা জর্জিয়া ওয়ারহাম। ৩০ বলে ৫৭ রান করেন জার্জিয়া। গ্রেস হ্যারিস করেন ৩৪ বলে ৪৭। একটা সময় ১ উইকেটে ১০৬ রান ছিল অস্ট্রেলিয়ার। তারপর কয়েকটা উইকেট পেলেও অজিদের টেনে ধরতে পারেনি বাংলাদেশ।
মিডল অর্ডারে ২২ বলে ২৯ রান করেন এলিস পেরি। যাতে শেষ ওভারে হ্যাটট্রিক হওয়ার আগেই বড় স্কোর নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া। ফারিহা ৪ ওভারে ১৯ রান খরচায় হ্যাটট্রিকসহ নিয়েছেন চার উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।
সারাবাংলা/এসএইচএস