অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের ইতিহাস গড়লেন বাংলাদেশের ফারিহা
২ এপ্রিল ২০২৪ ১৪:৩২ | আপডেট: ২ এপ্রিল ২০২৪ ১৪:৪৪
অবিস্মরণীয় এক মুহূর্তে উপহার দিলেন বাংলাদেশ নারী দলের বাঁহাতি পেসার ফারিহা ইসলাম। অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেছেন ফারিহা। ইনিংসের শেষ তিন বলে অস্ট্রেলিয়ার এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ফারিহা।
আন্তর্জাতিক নারী ক্রিকেটে এর আগেও হ্যাটট্রিক আছে ফারিহার। ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। যা রেকর্ড, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ফারিহাই প্রথম বোলার যিনি দুবার হ্যাটট্রিক করলেন। ফারিহা ছাড়া বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক নারী ক্রিকেটে হ্যাটট্রিক আছে মাত্র একজনের, ফাহিমা খাতুনের।
মঙ্গলবার (২ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের শেষ তিন বলে তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ফারিহা। প্রথম তিন ওভারে ১৩ রান দেওয়া ফারিহা শেষ ওভারে বোলিং করতে এলে প্রথম বলেই তাকে চার হাঁকান এলিস পেরি।
ওভারের চতুর্থ বলে ওয়াইড লং অফে স্বর্ণার হাতে ক্যাচ দেন পেরি। পরের বলে মলিনু ধরা পড়েন পয়েন্টে। ফারিহার পরের বলে অ্যারাউন্ড দ্য লেগে বোল্ড হয়েছেন মুনি। হ্যাটট্রিকের আনন্দে মেতে উঠে বাংলাদেশ এবং ফারিহা।
অবশ্য হ্যাটট্রিক স্বত্তেও বড় স্কোরই গড়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাটিং করতে নেমে শেষ পর্যন্ত ১৬১ রানে থেমেছেন সফরকারীরা। শুরুতে উইকেট তুলে নিতে পারলেও অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট জুটির জবাব দিতে পারেনি বাংলাদেশি বোলিং ডিপার্টমেন্ট।
দ্বিতীয় উইকেটে ৫৪ বলে ৯১ রান তোলেন অজি ওপেনার গ্রেস হ্যারিস ও তিনে নামা জর্জিয়া ওয়ারহাম। ৩০ বলে ৫৭ রান করেন জার্জিয়া। গ্রেস হ্যারিস করেন ৩৪ বলে ৪৭। একটা সময় ১ উইকেটে ১০৬ রান ছিল অস্ট্রেলিয়ার। তারপর কয়েকটা উইকেট পেলেও অজিদের টেনে ধরতে পারেনি বাংলাদেশ।
মিডল অর্ডারে ২২ বলে ২৯ রান করেন এলিস পেরি। যাতে শেষ ওভারে হ্যাটট্রিক হওয়ার আগেই বড় স্কোর নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া। ফারিহা ৪ ওভারে ১৯ রান খরচায় হ্যাটট্রিকসহ নিয়েছেন চার উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।
সারাবাংলা/এসএইচএস