বাংলাদেশকে আরও ‘ভোগাতে’ চায় শ্রীলংকা
১ এপ্রিল ২০২৪ ২২:৫৯ | আপডেট: ১ এপ্রিল ২০২৪ ২৩:০০
বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ইতোমধ্যেই ৪৫৫ রানের লিড পেয়েছে শ্রীলংকা। টেস্টে ক্রিকেট ইতিহাসে এতো রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। তাছাড়া প্রতিপক্ষ বাংলাদেশ বলে এই লিডটা আরও যথেষ্ট মনে হওয়ার কথা। কারণ টেস্টে অনেকদিন যাবতই হতশ্রী ব্যাটিং করছে বাংলাদেশ। এই টেস্টের প্রথম ইনিংসেই ১৭৮ রানে গুটিয়ে গেছে। বাংলাদেশ টেস্টের সর্বশেষ পাঁচ ইনিংসের একটিতেও দুইশ পেরুনো স্কোর গড়তে পারেনি। তবু ছেড়ে দেওয়ার পাত্র নয় শ্রীলংকা!
বাংলাদেশি বোলার এবং ফিল্ডারদের আরও ‘ভোগাতে’ চান সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে আরও অন্তত ৫০-৬০ রান তুলতে চান শ্রীলংকানরা। আজ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১০২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলংকা। দিন শেষে দলটির পেস বোলিং কোচ দর্শনা গামাগে বলেন, ‘আমাদের আরও ৫০-৬০ রান করতে হবে তাহলে আমরা ভালো অবস্থানে থাকব।’
‘আরও ছয়টি সেশন আছে, তাই আমরা আগামীকাল প্রথম সেশনে যতটা সম্ভব রান তোলার চেষ্টা করব। আরও ৫০ হলে আমরা ৫০০-এর লিড পেতে পারি। আমরা যদি প্রথম সেশন ব্যাট করি, তাহলে বল করার জন্য আরও পাঁচ সেশন থাকবে। একই সঙ্গে ফাস্ট বোলারদের জন্য বিরতিও দিয়েছি, যাতে তারা নতুন করে আসতে পারে।’- যোগ করেছেন গামাগে।
চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৫৩১ রান তুলেছে শ্রীলংকা। তাতে বাংলাদেশেরও বড় অবদান! বেশ কয়েকটি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশি ফিল্ডাররা। পরে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে মাত্র ১৭৮ রানে। দারুণ বোলিং করেছেন লংকান পেসাররা।
নিয়মিত ভালো জায়গায় বোলিং করেছেন লংকান পেসাররা। তারই সুফল পেয়েছেন সফরকারীরা। গামাগে বলেন, ‘আমরা পুরো ম্যাচে শুধু বোলিংয়ের শৃঙ্খলা নিয়ে কথা বলি। আমরা সবসময় ভালো জায়গাগুলোকে ধারাবাহিকভাবে বোলিং করার বিষয়ে আলোচনা করি এবং সেটা ভালো কাজ করেছে।’
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এসএইচএস