Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৪ ১৪:৫৯ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ ১৫:০৬

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ব্যাটিংয়ে ভুগেছে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের একটিতেও দলীয় স্কোর একশ ছুতে পারেনি বাংলাদেশ। সে হিসেবে আজ প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংটা বেশ ভালোই হলো। নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ১২৬ রান তুলেছিল বাংলাদেশ নারী দল। তবু বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া নারী দল।

অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া নারী দল। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

রোববার (৩১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ১২৬ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই মেরে খেলেছেন অস্ট্রেলিয়ান দুই ওপেনার। বাংলাদেশি বোলাররা এই দুজনকে আলাদা করার মতো কার্যকর বোলিংও করতে পারেননি।

সাত বোলার ব্যাবহার করেও জুটি ভাঙতে পারেননি বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। অ্যালিসা হিলি মাত্র ৩৬ বলে ফিফটি তুলে নেন। মুনি ফিফটি পেরিয়েছেন ৩৫ বলে।

১৩ ওভারে বিনা উইকেটে জয়ের জন্য ১২৭ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া নারী দল। তখন ৪২ বলে ৯টি চার ১টি ছয়ে ৬৫ রানে অপরাজিত ছিলেন হিলি। আর ৩৬ বলে ৯টি চারে ৫৫ রানে অপরাজিত ছিলেন মুনি।

এর আগে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা অবশ্য আজও ভালো হয়নি। দলীয় ২ রানে দুই উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। ওয়ানডে সিরিজে হাসেনি জ্যোতির ব্যাট।

বিজ্ঞাপন

আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই সেই আক্ষেপ ঘুচিয়েছেন। তবে দুর্দান্ত এক ইনিংস খেললেও হারা দলের সদস্য হয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে।

তৃতীয় উইকেট জুটিতে মুর্শিদা খাতুনের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন জ্যোতি। মুর্শিদা ২৭ বলে ২০ রান করে ফিরলে সেই জুটি ভাঙে। এরপর ফাহিমা খাতুনকে নিয়ে এগিয়েছেন জ্যোতি। ফাহিমা ছয়ে নেমে বেশ ভালো একটা ইনিংস খেলেছেন। মাত্র ২১ বলে ২ চার ১ ছয়ে ২৭ রান করেছেন।

নিগার সুলতানা শেষ পর্যন্ত ৬৪ বল খেলে ৭টি চারে ৬৩ রানে অপরাজিত ছিলেন। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রানে থেমেছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

আরো

সম্পর্কিত খবর