Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনশেষে যেন বলতে পারি চেষ্টা করেছি: জ্যোতি

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৪ ১৯:৫৩ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ ১৯:৫৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশের মেয়েরা। শক্তির দিক বিবেচনা করলে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে অস্ট্রেলিয়া। অনুমেয় ছিল অজিদের কাছে ওয়ানডে সিরিজ হারের। তবে বাংলাদেশ কোনো ম্যাচে প্রতিরোধই গড়তে পারবে না এমনটা ছিল অকল্পনীয়। দলের এমন পারফরম্যান্সে হতাশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজে অজিদের মুখোমুখি হবে বাংলাদেশ। রোববার (৩১ মার্চ) মাঠে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে দুই দল। এই সিরিজে নিজেদের খুঁজে পেতে চান টাইগ্রেস অধিনায়ক। জানালেন, সিরিজ হারলেও এবার যেন ভালো ক্রিকেট খেলতে পারেন, লক্ষ্য থাকবে সেটাই।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশের মেয়েরা। দুই দলের শক্তিমত্তার পার্থক্য দেখা গেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। কোনো ম্যাচে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ দল। সবগুলো ম্যাচে অল আউট হয় ১০০ রানের নিচে।

মিরপুরে এক প্রশ্নের জবাবে নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘যেসব ভুল আমরা ওয়ানডে সিরিজে করেছি, সেগুলো অবশ্যই করতে চাইব না। যেহেতু পুরোপুরি ভিন্ন সংস্করণের খেলা, ভালো ক্রিকেটটা খেলতে চাইব। ওয়ানডেতে আলাদাভাবে কেউই পারফরম করতে পারিনি, সে জিনিসটা যেন আবার না হয়। হারা জেতা থাকবেই, অন্তত ভালো ক্রিকেট যেন খেলতে পারি. দিনশেষে আমরা যেন বলতে পারি, আমরা চেষ্টা করেছি. কিন্তু অল্পের জন্য হয়নি।’

তিনি আরও বলেন, ‘দশা কী হবে সেটা বলতে পারছি না। আমার এ মুহূর্তে যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো দলের আত্মবিশ্বাস ফেরানো। কারণ এ দলটাই ভালো খেলে আসছিল। সবাই একটু হঠাৎ ব্যাকফুটে চলে গেছে। এখন এটা আমাদের দায়িত্ব বাইরে থেকে কেউ এসে আমাদের তুলে ধরবে না, এটা আমাদের দায়িত্ব কিভাবে ফেরানো যায়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি সিরিজ নিগার সুলতানা বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর