Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ার্ন-লিভারপুলকে না বলে লেভারকুজেনেই থাকছেন জাবি

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৪ ১৯:২৩

মাত্র এক বছর আগেই ইউরোপের সেরা পাঁচ লিগের একটিতে কোচিং শুরু করেন স্প্যানিশ কিংব্দন্তি খেলোয়াড় জাবি আলোনসো। আর নিজের প্রথম পুরো মৌসুমেই বায়ার লেভারকুজেনকে নিয়ে বুন্দেস লিগার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি। তাই তো ইউরোপের বড়বড় দলগুলো এখনই তাকে নিজেদের ডাগ আউটে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে। যার মধ্যে আছে জাবিরই সাবেক দুই ক্লাব লিভারপুল এবং বায়ার্ন মিউনিখ। তবে দুই ক্লাবকেই হতাশ করে জানিয়ে দিলেন আগামী মৌসুমেও লেভারকুজেনের ডাগ আউটেই থাকছেন তিনি।

বিজ্ঞাপন

জাভি আলোনসোকে ঘিরে অল রেডসনদের আগ্রহের কমতি ছিল না। যখন থেকে ইয়্যুর্গেন ক্লপ জানিয়ে দেন তিনি আর কোচ হিসেবে থাকতে পারছেন না, তখনি নতুন কোচ খুঁজতে নামে তারা। এরপর বুন্দেস লিগা মাতানো কোচ আলোনসোকে প্রাথমিক প্রস্তাব দেয় তারা। কিন্তু লিভারপুলের কর্তারা সেই প্রস্তাবের পর অনেকটাই হতাশ হন। কারণ তাদের প্রস্তাবে কোনো সাড়া দেননি আলোনসো। তবু অপেক্ষায় ছিল প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে আর অপেক্ষা নয়। শেষ পর্যন্ত তার আশা ছেড়েই দিয়েছে লিভারপুল।

বিজ্ঞাপন

এদিকে বায়ার্ন মিউনিখ ঘোষণা দিয়েছে মৌসুম শেষেই কোচ থমাস তুখেলের সঙ্গে সম্পর্কের ইতি টানবে ক্লাব। তাই তারাও আছে নতুন কোচের খোঁজে। সে জন্যই সাবেক খেলোয়াড় জাবি আলোনসোর দারুণ প্রত্যাবর্তন নজর কাড়ে বায়ার্নের। তবে এখনই বায়ার্নে নাম লেখাতে চান না জাবি। এতে হতাশ হতে হয়েছে বায়ার্নকেও।

বেশি দিন হয়নি কোচিং জগতে নাম লিখিয়েছেন আলোনসো। ২০১৯ সালে রিয়াল সোসিয়েদাদের ‘বি’ টিম দিয়ে শুরু হয় তার এই অধ্যায়ে নাম লেখানো। ২০২২ সালে বেয়ার লেভারকুসেনের কোচ হিসেবে দায়িত্ব নেন। শুরুর দিকটা তাঁর জন্য ছিল খুবই চ্যালেঞ্জিং। তবে ২০২৩-২৪ মৌসুমে এসে নতুন এক আলোনসোর দেখা মেলে। ডাগ আউটে দাঁড়িয়ে নিখুঁত সব পরিকল্পনায় পুরো দলের চেহারাই বদলে দিয়েছেন এই স্প্যানিশ।

তবে ঘরের ছেলেকে ঘরে ফেরানোর পথ থেকে সরে দাঁড়িয়েও বসে নেই লিভারপুল। নতুন কোচের সন্ধানে নেমে পড়েছে তারা। যে তালিকায় শোনা যাচ্ছে থমাস তুখেল, রবার্তো ডি জার্ভি ও রুবেন অ্যামোরিমের নাম। তবে এই তালিকায় আরও নামও যুক্ত হতে পারে। অন্যদিকে বায়ার্নের নতুন কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন জিনেদিন জিদান, ডি জার্ভি এমনকি এক মৌসুম আগে চাকরিচ্যুত হওয়া জুলিয়ান নাগেলসম্যানও।

সারাবাংলা/এসএস

জাবি আলোন্সো বায়ার লেভারকুজেন বায়ার্ন মিউনিখ লিভারপুল স্প্যানিশ কোচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর