লেগস্পিনারের ‘দাম’ বুঝাচ্ছেন রিশাদ
২৮ মার্চ ২০২৪ ২১:২৫ | আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১১:১৩
বিশ্ব ক্রিকেটে লেগস্পিনাররা শাসন করছেন কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একজন প্রতিষ্ঠিত লেগস্পিনারের আক্ষেপ অনেক পুরনো। গত কয়েক বছরে দু-একজন আলোচনায় এসেছিলেন বটে, কিন্তু প্রতিষ্ঠিত হতে পারেননি কেউ। সম্প্রতি রিশাদ হোসেনকে নিয়ে লেগস্পিনার শূন্যতা পূরনের স্বপ্ন দেখা হচ্ছে। কিন্তু স্বপ্ন বাস্তবায়নের কাজটা ঠিকভাবে হচ্ছিল কই!
একজন তরুণ লেগস্পিনারের প্রচুর সুযোগ প্রয়োজন। যত বেশি বোলিং করবেন ততো শিখবেন। কিন্তু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লেগস্পিনারদের কদর কম! দেশি কোচদের লেগস্পিনার খেলাতে অনিহা অনেক পুরনো। শ্রীলংকা সিরিজে তরুণ রিশাদ হোসেন বেশ নামডাক করলেন। কিন্তু ঘরোয়া পর্যায়ে সেভাবে সুযোগই পাচ্ছিলেন না।
গত বিপিএলে মাত্র ৪ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রিশাদ। চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল) সুযোগ মিলছিল না। আবাহনীর স্কোয়াডে ছিলেন রিশাদ, সুযোগ মিলছিল না। পরে ম্যাচ খেলার সুযোগ করে দিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবে রিশাদকে ছেড়ে দেয় আবাহনী। একজন লেগস্পিনারের যে কত দাম সেটা সুযোগ পেয়েই বুঝিয়ে দিচ্ছেন রিশাদ।
শাইনপুকুরের হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৯টি। আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪৯ রানে পাঁচ উইকেট নিয়েছেন রিশাদ। লিস্ট ’এ’ ক্রিকেটে তরুণ লেগির এটা প্রথম পাঁচ উইকেট। রিশাদের স্পিনে ব্রাদার্সকে ২২২ রানেই আটকে রেখেছিল শাইনপুকুর। যদিও ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারেনি শাইনপুকুর। ১৯৬ রানে গুটিয়ে গিয়ে ২৬ রানে ম্যাচ হেরেছে শাইনপুকুর।
প্রিমিয়ার লিগে আজ দিনের অপর ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যটিং করে ১৯১ রান তুলেছে পারটেক্স। পরে ২৫.৩ ওভারেই ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
অপর ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ৩৮ রানে জিতেছে গাজী টায়ার ক্রিকেট একাডেমি। আগে ব্যাটিং করে ২১৪ রান তুলেছে গাজী টায়ার ক্রিকেট একাডেমি। পরে ১৭৬ রানে গুটিয়ে গেছে সিটি ক্লাব।
সারাবাংলা/এসএইচএস