মনের ভয়েই নাস্তানাবুদ বাংলাদেশ!
২৭ মার্চ ২০২৪ ১৯:১৬ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ ১৯:২০
ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে স্রেফ উড়ে গেল বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটিংটা হলো ভুলে যাওয়ার মতোই। তিন ম্যাচের একটিতেও দলীয় সংগ্রহ একশ পার পারেনি বাংলাদেশি মেয়েরা। ফলাফল এই প্রথম ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
অস্ট্রেলিয়া শক্তিশালী প্রতিপক্ষ, তাদের বিপক্ষে সিরিজটা কঠিন হবে সেটা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল। কিন্তু স্বাগতিকরা এভাবে উড়ে যাবে সেটা হয়তো কল্পনা করেনি কেউই। সিরিজ শেষে অধিনায়ক নিগার সুলতানা বললেন, তিনি নিজেও বিস্মিত।
এভাবে উড়ে যাওয়ার কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক মনে করছেন, হয়ত মনের ভূতেই নাস্তানাবুদ করেছে বাংলাদেশকে! অস্ট্রেলিয়া বড় দল, এই যে মনের ভয়। এই ভয়টাই বাংলাদেশকে কাবু করেছে হয়তো বলেছেন নিগার সুলতানা।
আজ মিরপুরে সিরিজের তৃতীয় ম্যাচে ৮৯ রানেই গুটিয়ে গিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সিরিজে বিধ্বস্ত হওয়ার কারণ জানতে চাইলে নিগার সুলতানা বলেন, ‘প্রথম ম্যাচে যখন ১০০-এর নিচে আউট হয়ে গেলাম, তখন থেকে সবার মধ্যে ছিল যে কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। ব্রেনে এটা ঢুকে গেছে। না হলে দ্বিতীয় ম্যাচে উইকেট অনেক ভালো ছিল। তারাও ব্যাটিং করছে, আমরা কেন করতে পারব না।’
ক্রিকেটারদের আত্মবিশ্বাসীই করতে পারেননি বলেছেন নিগার, ‘মনে হয় মানসিক ব্যাপার। কারণ, স্কিল অনুযায়ী তো সমস্যা আছে বলে মনে হয় না। যদি থাকত, তাহলে তো আগে ম্যাচ জিততে পারত না। আমি জানি না সবার মধ্যে কী কাজ করছে। আমি তো সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করেছি। কিন্তু কেন জানি সবাই ব্যাকফুটে ছিল প্রথম ম্যাচ থেকেই। সেখান থেকে খেলোয়াড়রা আর ফিরতে পারেনি।’
সিরিজে নিজেদের সামর্থের ১০ ভাগও দিতে পারেনি বাংলাদেশ বলেছেন নিগার। বলেছেন, ‘১০ শতাংশও না। কারণ, আমি নিজেও টোটালি সারপ্রাইজড (পুরোই বিস্মিত)। কারণ, গত ৬ মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই অমন না। পুরো দল ব্যর্থ। দু–একটা দিকে ভুল হলে তবুও মেনে নেওয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। মনে হচ্ছে যে ব্যাকফুটে রেখেছে (কেউ), মনে হয় যে সামর্থ্যের ১০ ভাগও খেলতে পারিনি।’
সারাবাংলা/এসএইচএস