Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৪ ১৫:৩৩ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ ১৬:৪৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একবার ধসে পড়ল বাংলাদেশ নারী দলের ব্যাটিং লাইনআপ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে আজ আগে ব্যাটিং করে ৮৯ রানেই গুটিয়ে গেছে বালাদেশ। পরে সহজেই ম্যাচ জিতে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

৩১.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছেন অজিরা। আজ অজিদের ৮ উইকেটের জয়ে ৩-০ ব্যবধানে শেষ হলো সিরিজ। সিরিজের প্রথম দুই ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ৩১ মার্চ থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের মেয়েরা টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে পারেন কিনা এখন সেটাই দেখার।

বুধবার (২৭ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ৮৯ রান পেরিয়ে যেতে অজিদের তেমন বেগই পেতে হয়নি। ওপেনিংয়েই শক্ত একটা জুটি গড়েন অ্যালিস হিলি ও পহবি লিচফিল্ড। ৮ ওভারেই ৪৩ রান তোলেন দুজন। ১২ রান করে লিচফিল্ডকে ফেরান সুলতানা খাতুন।

হিলি ফিরেছেন দলীয় অর্ধশতকের পর। রাবেয়া খাতুনের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৩৪ বলে করেছেন ৩৩ রান। এরপর আর উইকেট হারায়নি অস্ট্রেলিয়া নারী দল।

তিনে নামা অ্যালিস পেরি ও বেথ মুনি অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটি গড়ে দলকে জিতেয়েছেন। পেরি ২৮ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন। বেথ ২১ বলে ২২ রানে অপরাজিত ছিলেন।

এর আগে বাংলাদেশি মেয়েরা মেতেছিল যাওয়া-আসার মিছিলে। দলীয় খাতায় রান যোগ হওয়ার আগেই উইকেট হারানো বাংলাদেশ ৩২ রানে হারায় পঞ্চম উইকেট। পরেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ নারী দল। ৩৯ বলে ১৬ রান করা অধিনায়ক নিগার সুলতানা দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার।

বিজ্ঞাপন

১১ নম্বরে নেমে পেসার মারুফা দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেছেন। ২৬.২ ওভারে ৮৯ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের হয়ে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন আর মাত্র একজনই, দশে নেমে ১০ রান করেছেন সুলতানা খাতুন।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর