Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিটনের আশ্চর্যজনক আউট!

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৪ ২২:১৯

ব্যাটিংটা কী ভুলে গেলেন লিটন কুমার দাস? সিলেট টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে বিশ্ব ফের্নান্দোর বলে যেভাবে আউট হলেন লিটন সেটাকে ক্রিকেটীয় হিসেবে ব্যাখ্যা করা বেশ কঠিন। রীতিমতো হতভম্ব হওয়ার মতো ঘটনা। কাণ্ডজ্ঞানহীন, দায়িত্বহীন কান্ড বলা যায়!

দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ৫১১ রানের পাহাড়সম লিড দাঁড় করিয়েছে শ্রীলংকা। যার জবাব দিতে নেমে ৩৭ রানে চার চারটি উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেই সময়ে ব্যাটিং করতে নেমে একজন প্রতিষ্ঠিত ব্যাটার হিসেবে যেভাবে উইকেট ছুড়ে দিয়ে এলেন লিটন তা রীতিমতো আশ্চর্যজনক।

বিজ্ঞাপন

ক্রিজে নেমে প্রথম বলেই বিশ্ব ফের্নান্দোকে স্টেপ আউট করে খেলতে গেলেন লিটন। ক্রিজ ছেড়ে দুই পা বেরিয়ে এসে ব্যাট চালালেন ছক্কার খোঁজে। বল বাতাসে ভেসে জমা পড়ল অ্যাঞ্জেলো ম্যাথুসের হাতে, আউট। যেন ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলা চলছিল। যেন শেষ ওভারের খেলা চলছিল!

অথব বিশ্ব ফের্নান্দোর আগের বলেই আরেকটা উইকেট হারিয়েছিল বাংলাদেশ, তরুণ শাহাদত হোসেনকে। অনেকদিন যাবতই ব্যাটে রান নেই লিটনের। কিন্তু আজ লিটনের এভাবে আউট হওয়ার ব্যাখ্যা দেওয়া কঠিন।

এর আগে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের আগে স্কোয়াড থেকে বাদ পরেছেন। বিষয়টা যে পছন্দ হয়নি সেটা বুঝিয়েছেনও লিটন। নির্বাচকদের পক্ষ থেকে বলা হয়েছিল, সাদা বলে খারাপ সময় যাচ্ছে বলে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছিল, লাল বলের ক্রিকেটে হয়তো রানে ফিরতে মরিয়া থাকবেন লিটন। কিন্তু সিলেট টেস্টে একেবারেই অপ্রত্যাশিত ব্যাটিং করেছেন অভিজ্ঞ ব্যাটার।

প্রথম ইনিংসে লাহিরু কুমারার বল লাইন মিস করে বোল্ড হয়েছেন। দ্বিতীয় ইনিংসে রীতিমতো উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন দলের কঠিন পরিস্থিতিতে।

বিজ্ঞাপন

লিটনের আগে আজ নাজমুল হোসেন শান্ত, জাকির হাসানরাও উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। অতিরিক্তি শট খেলার প্রবনতায় উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন জাকির। আর অনেক বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন শান্ত।

এমন ব্যাটিং নিয়ে দিনের খেলা শেষে মেহেদি হাসান মিরাজ, ‘এটার ব্যাখ্যা আসলে যে প্লেয়ার খেলে সে ভালো বলতে পারবে। পরিস্থিতি অনুযায়ী সেই মোমেন্টে কী চিন্তা করছে। আমার কাছে মনে হয় শেষ দিকে এটা কঠিন অবশ্যই। আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে। তারপরও ভালো খেলার চেষ্টা করব আমরা যারা আছি। মুমিনুল ভাই রান করতে পারলে ভালো, আমি যদি ব্যাটিং করি ভালো একটা অবস্থানে যদি নিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।’

সিলেট টেস্টে ব্যাটারদের আত্মহুতির দিনে ৪৬৪ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের স্কোর ছিল ৪৭/৫।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর