এক ম্যাচ আগেই বাংলাদেশের সিরিজ হার নিশ্চিত
২৪ মার্চ ২০২৪ ১৪:২০ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ ১৫:০৭
সিরিজে টিকে থাকতে হলে জিততেই হতো বাংলাদেশ নারী দলকে। কিন্তু অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করতে নেমে ৯৭ রানেই আটকে গেল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এই সংগ্রহ নিয়ে জেতা খুবই কঠিন। কঠিন কাজটা করতে পারেনি বাংলাদেশ নারী দল।
চার উইকেট তুলে নিলেও অ্যালিস পেরি ও অ্যাশলে গার্ডনারের প্রতিরোধের বিপক্ষে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬ উইকেটে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া নারী দল।
এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতে নিল সফরকারকারী অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে ১১৮ রানের ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।
রোববার (২৪ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯৭ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরুতে বেশ ভালোই এগুচ্ছিল বাংলাদেশ। দলীয় ১৮ রানের মাথায় রান আউট হয়ে ফিরেছেন অজি ওপেনার ফোবি লিচফিল্ড। খানিক বাদে আরেক ওপেনার ও অধিনায়ক অ্যালিস হিলিকে (১৫) ফেরান রাবেয়া খান। দলীয় ৩৯ রানের মাথায় বেথ মুনিকে (৮) ফেরান সুলতানা খাতুন।
তবে অ্যালিস পেরি শুরুর সেই ধাক্কা টের পেতেই দেননি। মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করেছেন অজি তারকা। ৫০ বলে ৩টি চারের সাহায্যে ৩৫ রানে অপরাজিত ছিলেন। শেষ দিকে অ্যাশলি গার্ডনার ২৩ বলে অপরাজিত ২৩ রান করে অস্ট্রেলিয়ার বড় জয় নিশ্চিত করে। ২৩.৫ ওভারেই চার উইকেট হারিয়ে জয়ের জন্য ৯৮ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া।
এর আগে ব্যাটিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। মিরপুরে রাতে বৃষ্টি হয়েছে ফলে সকালে উইকেট ভেজা ছিল। সকালে ভেজা পিচে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ অধিনায়ক। তবে ব্যাটিংয়ে সেভাবে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা।
মাত্র তিনজন ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের কোটা পেরুতে। তার মধ্যে নয় নম্বরে নেমে নাহিদা আক্তারের ৪৭ বলে ২২ রানের ইনিংসটাই দলের মধ্যে সেরা। এছাড়া ফাহিমা খাতুন ১১ ও রিতু মনি ১০ রান করেছেন। ৪৪.১ ওভারে ৯৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।
সারাবাংলা/এসএইচএস