বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
২১ মার্চ ২০২৪ ১৫:৪৭ | আপডেট: ২১ মার্চ ২০২৪ ১৬:০২
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশ নারী দল। মিরপুরে প্রথম ওয়ানডেতে আগে বোলিং করতে নেমে ৭৮ রানে পঞ্চম উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে তারপর অজি দাপটে রীতিমতো ভেঙে পড়েছে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১১৮ রানে হেরেছে বাংলাদেশ নারী দল।
৭৮ রানে পঞ্চম উইকেট হারানো অস্ট্রেলিয়া পরে ব্যাটিং দাপট দেখিয়ে থেমেছে ২১৩ রানে। এতো বড় স্কোর তাড়া করা তো দূরের কথা ধারাকাছেও যেতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৫ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ নারী দল। যাতে ১১৮ রানের ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
হয়তো অস্ট্রেলিয়া নামটাই মানসিকভাবে পিছিয়ে দিয়েছিল বাংলাদেশি নারীদের! বাংলাদেশের ব্যাটিংটা একদমই ঠিক মতো হয়নি। ম্যাচে বাংলাদেশের তিন তিনজন ব্যাটার রান আউট হয়েছেন। তিনটিই ছিল দৃষ্টকটু।
বৃহস্পতিবার (২১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১৩ রানের বড় স্কোরের জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার ফারজানা হককে হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই ফিরেছেন ফারজানা। খানিক বাদে তিনে নামা মুর্শিদা খাতুন ফিরেছেন ১০ রান করে।
তবে তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর একটা সম্ভবনা জাগিয়েছিলেন সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা। দলীয় ৭২ রানের মাথায় সোবহানা মোস্তারি ১৭ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর আর জুটিই গড়তে পারেনি বাংলাদেশ।
২৭ রান করা অধিনায়ক নিগার সুলতানা রান আউট হয়েছেন শিশুসুলভ ভুলে! বাংলাদেশের শেষ সাত ব্যাটারের একজনও দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি। যাতে ৩৬ বলে ৯৫ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ নারী দল।
এর আগে ৭৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করেছে। বাংলাদেশের ফিল্ডারদেরও তাতে অবদান ছিল! তিনটি ক্যাচ ফেলেছে বাংলাদেশ। মিসফিল্ডে বাউন্ডারি হয়েছে বেশ কয়েকটি।
৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২১৩ রানে থেমেছে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৮ রান করেছেন অ্যানাবেল সাদারল্যান্ড। শেষ দিকে মাত্র ৩১ বলে ২ চার ৫ ছয়ে ৪৬ রান করে অপরাজিত ছিলেন অ্যালানা কিং। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার, সুলতানা খাতুন।
সারাবাংলা/এসএইচএস