লাইভে এসে সব খোলাসা করতে চান তামিম
২০ মার্চ ২০২৪ ১১:৫৮ | আপডেট: ২০ মার্চ ২০২৪ ১৪:০৩
ক্রিকেট পাড়ায় আবারও আলোচনায় তামিম ইকবাল ইস্যু। গতকাল রাতে তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজের একটি ফোনকল প্রকাশ হওয়ার পর নানান কথা ঘুরছে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে এসে বিষয়টি খোলাসা করতে চান তামিম।
তামিম ইকবালের ৩৫তম জন্মদিন আজ। জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। শুভেচ্ছা জানানোয় সকলকে ধন্যবাদ দেওয়ার সঙ্গে তামিম ঘোষণা দিয়েছেন, ফোন কল বিষয়ে লাইভে এসে সরাসরি কথা বলবেন।
নিজের ফেসবুক পেজে এমন বার্তা দিয়েছেন তামিম। আজ বুধবার (২০ মার্চ) সকালে ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি ।’
গতকাল রাতে প্রকাশ হওয়া লাইভে মিরাজের কাছে আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমের উপর অভিমান করতে শোনা গেছে তামিমকে। গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শিরোপা জিতেছেন তামিম-মুশফিক। মুশফিক সেই দল ছেড়ে দিয়ে নতুন দল গঠন করছেন। কল রেকর্ডে সেটা নিয়ে মিরাজের কাছে আক্ষেপ, অনুযোগ করতে শোনা গেছে তামিমকে।
গত রাত থেকেই বিষয়টি নিয়ে নানান জায়গায় নানান কথা উঠছে। সমাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার বিষয়বস্তু হয়েছে এটা।
অবশ্য কাল থেকে এটাও শোনা যাচ্ছে, পুরো বিষয়টিই একটি বিজ্ঞাপনের অংশ মাত্র। তবে কোনটা সত্য কোনটা মিথ্যা সন্ধ্যা ৭টায় সেটা আজ নিজেই খোলাসা করতে বসছেন তামিম।
সারাবাংলা/এসএইচএস