Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ পয়েন্টের লিড নিয়ে লিগের শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৪ ২৩:৩৫ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ ০০:২৪

ওসাসুনার মাঠে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। এরপর গোল হজম করে সমতাতেও ফিরতে হলো তাদের। এরপর আবারও রিয়ালের নায়ক হয়ে উঠলেন সেই ভিনিসিয়াসই। জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেছেন তবে সেই সঙ্গে দলকে হতাশায়ও ডুবিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রেফারির সঙ্গে তর্ক করে দেখেছেন কার্ড। আর তাতেই যোগ হয়েছে নিষেধাজ্ঞা।

ওসাসুনার ঘরের মাঠে ৪-২ গোলের ব্যবধানে জিতে রিয়াল মাদ্রিদ শীর্ষস্থান আরও পোক্ত করেছে। দ্বিতীয় স্থানে থাকা জিরুনার চেয়ে তারা এগিয়ে গেছে ১০ পয়েন্টে।

বিজ্ঞাপন

শুরুতে ভিনিসিয়াস রিয়ালকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন আন্তে বুদিমির। দানি কারভাহাল সফরকারীদের ফের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ব্রাহিম দিয়াস ও ভিনিসিয়াস। শেষ দিকে একটি গোল শোধ করে পরাজয়ের ব্যবধান কমায় স্বাগতিকরা।

জয়ের আনন্দের দিনে রিয়ালের জন্য অস্বস্তির কাঁটা হয়ে এসেছে ভিনিসিয়াসের নিষেধাজ্ঞা। এই ম্যাচ দিয়ে চলতি লা লিগায় পাঁচটি হলুদ কার্ড দেখায় আন্তর্জাতিক বিরতির পর অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। সেই সঙ্গে দলের অন্যতম বড় তারকা জুড বেলিংহামও নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না ওই ম্যাচে।

ম্যাচের চার মিনিটের মাথায় ওসাসুনার ডিফেন্ডারের ভুলে মাঝমাঠের একটু সামনে বল পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। বল পেয়ে এগিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লা লিগায় টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে গোল করলেন ভিনিসিয়াস। ২০২২ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম রিয়ালের হয়ে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন তিনি।

বিজ্ঞাপন

মিনিট তিনেক পরেই সমর্থকদের মুখে হাসি ফোটায় ওসাসুনা। কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হয় সফরকারীরা। কাছ থেকে ভলিতে গোলটি করেন ক্রোয়াট ফরোয়ার্ড বুদিমির। পরের মিনিটে সুবর্ণ সুযোগ হারান ভিনিসিয়াস। কারভাহালের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। ওয়ান-অন-ওয়ানে কাছ থেকে তার প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন ওসাসুনার গোলরক্ষক সার্জিও হেরেরা। পঞ্চদশ মিনিটে রদ্রিগোর কোনাকুনি শটও ফিরিয়ে দেন তিনি।

তবে বেশি সময় সমতায় থাকেনি রিয়াল। ১৮তম মিনিটে দানি কারভাহাল আবারও রিয়ালকে লিড এনে দেন। ব্রাহিম দিয়াজের ক্রস বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে কাট-ব্যাক করেন ভালভার্দে, ছয় গজ বক্সের বাইরে থেকে সাইড ফুট ভলিতে জালে পাঠান কারভাহাল।

প্রথমার্ধের শেষ দিকে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস। এই নিয়ে টানা তিনটি লিগ ম্যাচে একই কারণে হলুদ কার্ড পেলেন তিনি।

দ্বিতীয়ার্ধে ফিরেই ৬১তম মিনিটে ব্যবধান ৩-১ করেন ব্রাহিম। ভালভার্দের থ্রু বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন স্পেনে জন্ম নেওয়া মরক্কোর এই খেলোয়াড়। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-১ করে ফেলেন ভিনিসিয়াস। নিজেদের অর্ধ থেকে আন্টোনিও রুডিগারের বাড়ানো বল শরীর দিয়ে থামিয়ে ভিনিসিয়াসকে দেন ভালভার্দে, বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে কোনাকুনি শটে জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা।

সবশেষ চার ম্যাচে এটি ভিনির ষষ্ঠ গোল। চলতি মৌসুমে লিগে ২০ ম্যাচে তার গোল হলো ১২টি, সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে ১৮টি।

ম্যাচের শেষ দিকে মাঠে নামেন তুরস্কের তরুণ খেলোয়াড় আর্দা গুলার। আর মাঠে নেমেই অন্তিম মুহূর্তে মধ্যমাঠ থেকে এগিয়ে আসা গোলরক্ষককে দেখতে পেয়ে দূরপাল্লার শট নেন তিনি। বল গিয়ে গোলবারে লেগে প্রতিহত হয়। এর আগে যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান কমান ইকের মুনোস। বক্সের ভেতর থেকে তার জোরাল শট গোলরক্ষক লুনিনের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়। তাতেই ৪-২ গোলের জয় পেয়ে যায় রিয়াল।

২৯ ম্যাচে ২২ জয় ও ৬ ড্রয়ে রেয়ালের পয়েন্ট হলো ৭২। ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা জিরুনার সামনে সুযোগ থাকছে ব্যবধান কমানোর, দিনের পরের ম্যাচে গেতাফের মুখোমুখি হবে তারা। ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ২৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ওসাসুনা।

সারাবাংলা/এসএস

ওসাসুনা বনাম রিয়াল মাদ্রিদ টপ নিউজ ব্রাহিম দিয়াজ ভিনিসিয়াস জুনিয়র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর