টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে
১৬ মার্চ ২০২৪ ১৬:১৭ | আপডেট: ১৬ মার্চ ২০২৪ ১৬:২০
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো। জিম্বাবুয়ে দল বাংলাদেশে এসে পৌঁছুবে এপ্রিলের শেষ ভাগে।
শনিবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৮ এপ্রিল বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে দল। ৩ মে থেকে মাঠ গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরের দুই ম্যাচ ঢাকায়।
চট্টগ্রামে সিরিজে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৫ মে, একই ভেন্যুতে তৃতীয় ম্যাচ ৭ মে। ঢাকায় সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ১০ ও ১২ মে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচও খেলার কথা ছিল জিম্বাবুয়ের। সেই সিরিজ সরিয়ে নেওয়া হয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে।
আগামী জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের বছরে বেশি বেশি টি-টোয়েন্টি খেলতে টেস্ট সিরিজটা যে পেছাতে পারে তেমন আভাস আগেই দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সারাবাংলা/এসএইচএস