হৃদয়ের সেঞ্চুরি মিসের আক্ষেপ, বাংলাদেশ ২৮৬
১৫ মার্চ ২০২৪ ১৮:১৪ | আপডেট: ১৫ মার্চ ২০২৪ ১৯:৩৬
আরেকবার সেঞ্চুরি মিসের ব্যথা হজম করতে হচ্ছে তাওহিদ হৃদয়কে! শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯৬ রানে অপরাজিত থাকলেন তরুণ ব্যাটার। হৃদয়ের সেঞ্চুরি মিসের আক্ষেপ থাকলেও তার ব্যাটে ভর করেই চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বাংলাদেশ।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আগে ব্যাটিং করতে নেমে ২৮৬ রান তুলেছে বাংলাদেশ। বড় অবদান সৌম্য সরকারেরও। অফ ফর্মে থাকা সৌম্য অনেকদিন পর আজ রান পেয়েছেনে। খেলেছেন ৬৮ রানের ঝলমলে একটা ইনিংস।
হৃদয়ের সেঞ্চুরি মিসের আক্ষেপটা হয়তো নিজের সঙ্গে সহনীয়ই হয়ে যাচ্ছে! ওয়ানডে অভিষেকের প্রথম ম্যাচে মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন। গত বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি মিস করেছেন ৯ রানের জন্য। আজ আরেকটা সেঞ্চুরি মিস করলেন তরুণ ব্যাটার। তবে একটা বিষয় নিশ্চয় স্বস্তি দিবে হৃদয়কে। আজ তিনি ৯৬ রান না করলে বলার মতো স্কোরই হতো না বাংলাদেশের।
শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে আজও বাংলাদেশের ওপেনিং জুটি ব্যর্থ। লিটন দাস আজও শূন্য রানে ফিরেছেন। ব্যক্তিগত ৬ রানের মাথায় আউট হতে পারতেন অপর ওপেনার সৌম্য সরকারও। কিন্তু স্লিপে সৌম্যর ক্যাচ নিতে পারেননি লংকান ফিল্ডার।
জীবন পেয়ে সৌম্য আজ রানে ফিরেছেন। শুরুর দিকে বেশ নড়বড়ে লাগলেও সেট হওয়ার পর সাবলীল ব্যাটিং করেছেন। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে সৌম্যর ৭৫ বলে ৭২ রানের জুটিটাই বাংলাদেশকে এগিয়ে নিয়েছে। শান্ত ৩৯ বলে ৬টি চারে ৪০ রান করে ফিরলে এই জুটি ভাঙে।
অনেকদিন পর ফিফটি পাওয়া সৌম্য কিন্তু শেষ পর্যন্ত উইকেট বিলিয়ে দিয়েই ফিরেছেন। দারুণ খেলতে খেলতে হুট করেই লংকান স্পিনার হাসারাঙ্গাকে রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন সৌম্য। ফিরেছেন ৬৬ বলে ১১টি চার ১টি ছয়ে ৬৮ রান করে।
এরপরের গল্পটা তাওহিদ হৃদয়ের। ইনিংসের ১৩তম ওভারে নাজমুল হোসেন শান্ত ফেরার পর ক্রিজে এসেছিলেন। হৃদয় অপরাজিত ছিলেন ইনিংসের শেষ অবদি। গত কয়েকটা ম্যাচে সেভাবে হাসেনি হৃদয়ের ব্যাট। সেই কারণেই কিনা ইনিংসের শুরুর দিকে রয়েসয়ে খেলেছেন। তারপর খোলস ছেড়ে বেড়িয়েছেন।
ইনিংসের শেষ দিকে রীতিমতো বিধ্বংসী রুপ ধারন করেছিলেন তরুণ ব্যাটার। ইনিংসের শেষ দুই বলে ছক্কা হাঁকানো হৃদয় শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ব্যক্তিগত ৯৬ রানে। মাঝে হৃদয়কে বেশ ভালো সঙ্গই দিয়েছেন মুশফিকুর রহিম (২৫ বলে ২৫), মেহেদি হাসান মিরাজ (১৮ বলে ১২), তানজিম হাসান সাকিব (৪৪ বলে ১৮) ও তাসকিন আহমেদ (১০ বলে ১৮)।
৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রানে থেমেছে বাংলাদেশ। শ্রীলংকার হয়ে হাসারাঙ্গা ৪৬ রানে চারটি ও দিলশান মাদুশঙ্কা ৩০ রানে দুটি উইকেট নিয়েছেন।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এসএইচএস