চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারে রিয়াল-সিটি, বার্সা-পিএসজি
১৫ মার্চ ২০২৪ ১৭:৩৮ | আপডেট: ১৫ মার্চ ২০২৪ ১৯:০৮
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়ে গেল শুকবার (১৫ মার্চ)। বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হয়েছে এই ড্র। শিরোপা ধরে রাখার লড়াইয়ে থাকা ম্যানচেস্টার সিটি এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদের। এদিকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তিন বছর পর কোয়ার্টারের টিকিট পাওয়া বার্সেলোনা মুখোমুখি প্যারিস সেইন্ট জার্মেইর।
সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার ২০২৩-২৪ আসরের কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়।
চার বছর পর শেষ আটে ওঠা বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজিকে। আরেক স্প্যানিশ দল অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ১৪ বছর পর শেষ আটে ওঠা আর্সেনাল।
ইউরোপ সেরার প্রতিযোগিতার নকআউট পর্বে টানা তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল ও সিটি। আগের দুইবার তাদের দেখা হয়েছিল সেমিফাইনালে। এবার সেটা একধাপ আগেই হয়ে যাচ্ছে।
২০২১-২২ আসরে এই দুই দলের দ্বৈরথ অবিশ্বাস্য এক লড়াইয়ের জন্ম দিয়েছিল। রোমাঞ্চে ঠাসা প্রথম লেগে ৪-৩ গোলে জয়ের পর রেয়ালের মাঠেও জয়ের পথে ছিল সিটি। সেখান থেকে একেবারে শেষ সময়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে ওঠে মাদ্রিদের দলটি। পরে চ্যাম্পিয়নও হয় তারা।
আর গতবার শেষ চারের প্রথম দেখায় রেয়ালের মাঠে ১-১ ড্র করে পেপ গার্দিওলার দল। পরে ঘরের মাঠে প্রতিপক্ষকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে সিটি। শিরোপা লড়াইয়ে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট পরে দলটি।
দুই দলের এবারের লড়াই ঘিরেও দারুণ রোমাঞ্চ ছড়াচ্ছে। চলতি মৌসুমেও যে অসাধারণ ছন্দে এগিয়ে চলেছে তারা। রিয়াল লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। আর সিটি প্রিমিয়ার লিগের শীর্ষস্থান থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে।
কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
আর্সেনাল-বায়ার্ন মিউনিখ
অ্যাটলেটিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড
রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি
বার্সেলোনা-পিএসজি
বিস্তারিত আসছে…
সারাবাংলা/এসএস
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল টপ নিউজ বার্সেলোনা বনাম পিএসজি রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি