Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকার বিপক্ষে যে রেকর্ড গড়লেন সৌম্য

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৪ ১৬:৩০ | আপডেট: ১৫ মার্চ ২০২৪ ১৬:৩২

সৌম্য করেছেন নতুন রেকর্ড

শ্রীলংকার বিপক্ষে ৬৬ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংসে খেলে প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য সরকার। এই ইনিংস খেলার পথে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে আজ ২০০০ রান পূর্ণ করলেন সৌম্য। বাংলাদেশের হয়ে দ্রুততম সময়ে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

লিটন শূন্য রানে ফিরলেও শান্তকে নিয়ে জুটি গড়েন সৌম্য। শান্ত ফিরলেও ক্রিজে অবিচল থেকে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। সৌম্য আজ ওয়ানডেতে দুই হাজার রান পূর্ণ করলেন নিজের ৬৪ তম ইনিংসে। এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম সময়ে দুই হাজার রান পূর্ণ করেছিলেন শাহরিয়ার নাফিস, তিনি এই রেকর্ড গড়েছিলেন ৬৫ ইনিংসে। আজ সেটি ভেঙে সবার উপরে পৌঁছে গেছেন সৌম্য। এছাড়া লিটন দাস ওয়ানডেতে ২ হাজার রান করেছিলেন ৬৫ ইনিংসে। সাকিব আল হাসান এটি করেছিলেন ৬৯ ইনিংসে। তামিম ইকবাল দুই হাজার রান ছুয়েছিলেন ৭০তম ইনিংসে।

বিজ্ঞাপন

ভারতের শুভমান গিল ৩৮ ইনিংসে ওয়ানডেতে ছুঁয়েছেন ২ হাজার রান, যা বিশ্বরেকর্ড।

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এফএম

দুই হাজার রান বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ রেকর্ড সৌম্য

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর