Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেল্টাকে উড়িয়ে শীর্ষস্থান আরও পোক্ত রিয়ালের

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৪ ০১:৩৩ | আপডেট: ১১ মার্চ ২০২৪ ১২:৪৮

ঘরের মাঠ এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। রোববার (১০ মার্চ) ভিনিসিয়াস জুনিয়ররা চারবার সেল্টার জালে বল জড়ান। যার মধ্যে যদিও দুটিই আত্মঘাতী গোল ছিল। রিয়ালের ৪-০ গোলের জয়ে স্কোরশিটে নাম তোলেন ভিনিসিয়াস জুনিয়র এবং আরদা গুলার।

লা লিগার পয়েন্ট টেবিলে আগে থেকেই শীর্ষে অবস্থান করছিল রিয়াল। তবে সেল্টা ভিগোকে বিধ্বস্ত করে পয়েন্ট ব্যবধানে আরও বাড়াল লিগ লিডাররা। ২৮ ম্যাচে ২১ জয় আর ৬ ড্র’তে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরুনা। আর ৬১ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। রিয়ালের কাছে চার গোল হজম করা সেল্টা ভিগো ২৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে।

বিজ্ঞাপন

এক ম্যাচ পর লিগে জয়ে ফিরল স্পেনের সফলতম দলটি। গেল ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে ২-২ ড্র করেছিল তারা। সব মিলিয়ে সবশেষ ছয় রাউন্ডে তাদের তৃতীয় জয় এটি, বাকি তিনটি ড্র।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই আক্রমণ করে রিয়াল। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ২১তম মিনিট পর্যন্ত। কর্নার থেকে ভেসে আসা বল রুডিগার হেড করলে গুয়াইতা পা দিয়ে ঠেকানোর পর কাছ থেকে ভিনিসিয়াসের প্রথম শটও আটকে দেন তিনি, ফিরতি শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গত রাউন্ডে ভালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন ভিনিসিউস। চলতি আসরে ১৯ ম্যাচে তার গোল হলো ১০টি।

এরপর ওই দুটি আত্মঘাতী গোল, যেখানে গুয়াইতার মতো দোমিঙ্গেসেরও খুব বেশি দায় ছিল না। বাঁ দিক থেকে ভিনিসিয়াসর একটি ক্রস সামনে এগিয়ে ক্লিয়ার করার চেষ্টায় হাত ছোঁয়াতে পারেননি গুয়াইতা। তার পেছনেই থাকা দোমিঙ্গেসের পায়ে লেগে বল যায় জালে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দারুণ ফিনিংশে শেষ গোলটি করেন গুলের। দানি সেবায়োসের পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

বিজ্ঞাপন

তুরস্কের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লা লিগার ম্যাচে গোল করলেন গুলের, ১৯ বছর ১৪ দিন। এতেই রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।

সারাবাংলা/এসএস

টপ নিউজ রিয়াল মাদ্রিদ বনাম সেল্টা ভিগো লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর