Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে সিরিজের টিকিট মিলবে যেভাবে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৪ ১৮:৪৭ | আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৮:৫২

মাত্রই শেষ হলো বাংলাদেশ-শ্রীলংকা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর বেশিদিন বিশ্রাম পাচ্ছেন না ক্রিকেটাররা। দুদিন পর শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের টিকিটমূল্য নির্ধারন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ-শ্রীলংকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন সাগরিকার টিকিট কাউন্টার ও চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে কাউন্টারে।

বিজ্ঞাপন

সিরিজের সর্বনিম্ন টিকিটমূল্য ২০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটমূল্য ২০০ টাকা। আর ইস্টার্ন গ্যালারির টিকিটমূল্য ৩০০ টাকা।

ক্লাব হাউজের টিকিটমূল্য ৫০০ টাকা। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা দেখতে খরচ করতে হবে ১ হাজার টাকা। রুফ টপ হসপিটালিীট ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে টিকিট কিনতে হবে ১৫০০ টাকায়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ১৩ মার্চ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৫ ও ১৮ মার্চ।

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর