Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
৯ মার্চ ২০২৪ ২৩:০০

ফুলহাম আর ম্যানচেস্টার সিটির কাছে হেরে প্রিমিয়ার লিগে বেশ কোণঠাসা হয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটড। এবার ঘরের মাঠে এভারটনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে জয়ে ফিরল রেড ডেভিলরা। ওল্ড ট্রাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মার্কাস রাশফোর্ড।

ম্যাচের শুরু থেকেই লড়াই জমে উঠল বেশ। সমানতালে চলতে থাকল আক্রমণ-পাল্টা আক্রমণ। গোলের দেখা মিলতেও খুব একটা দেরি হলো না। দ্বাদশ মিনিটে এগিয়ে গেল স্বাগতিকরা। গারনাচো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইউনাইটেড। ডান পোস্ট ঘেঁষে নেওয়া নিচু স্পট কিকে গোলরক্ষককে পরাস্ত করেন অধিনায়ক ফার্নান্দেজ।

বিজ্ঞাপন

২৭তম মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতেন রেড ডেভিল অধিনায়ক। তবে এ যাত্রায় বক্সের বাইরে থেকে তার জোরাল বাঁকানো শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তিন মিনিট পর পাল্টা আক্রমণে এভারটন ফরোয়ার্ড ম্যাকনিলের শট দূরের পোস্টের কাছ দিয়ে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর বল পায়ে দুই পাশের দুজনের বাধা এড়িয়ে ফের এভারটনের বক্সে ঢুকে পড়েন গারনাচো। আর তাকে সামনে থেকে ফাউল করে বসেন ডিফেন্ডার বেন গডফ্রে। আরেকটি নিখুঁত স্পট কিকে স্কোরলাইন ২-০ করেন র‌্যাশফোর্ড।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে তারা পেনাল্টি পেতে পারতো আবার। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বাইলাইনের কাছ থেকে কাটব্যাক করেন গারনাচো, বল লাগে স্লাইড করা ডিফেন্ডার মাইকোলেনকোর হাতে। তবে ‘দুর্ঘটনাবশত’ হওয়ায় পেনাল্টি দেয়নি ভিএআর। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

বিজ্ঞাপন

এতেই ২৮ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে পাঁচ নম্বরে ২৬ ম্যাচ খেলা টটেনহাম হটস্পার। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এভারটন।

সারাবাংলা/এসএস

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর