Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডুফা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন গ্ল্যাডিয়েটর্স, রানারআপ ভাইকিংস

স্পোর্টস ডেস্ক
৮ মার্চ ২০২৪ ২১:০০

ঢাকা: ডুফা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ডুফা গ্ল্যাডিয়েটর্স। টুর্নামেন্টের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডুফা ভাইকিংসকে ৩০ রানে পরাজিত করে ডুফা গ্ল্যাডিয়েটর্স।

শুক্রবার (৮ মার্চ) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠে প্রথম ম্যাচ শুরু হয়। এরপর বিকালে ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে আগে ব্যাট করে সাইফুলের ঝড়ো ব্যাটিংয়ে ১০ ওভারে ৯৮ রানের বিশাল পুঁজি পায় ডুফা গ্ল্যাডিয়েটর্স। জবাবে ব্যাট করতে নেমে রাসেল এবং সাইফুলের দুর্দান্ত বোলিংয়ের সামনে নিয়মিত উইকেট হারাতে থাকে গেল আসরের চ্যাম্পিয়ন ভাইকিংস। শেষ পর্যন্ত ৬৮ রানে থামে ভাইকিংসের ইনিংস। এতেই ৩০ রানের বিশাল জয় তুলে নেয় গ্ল্যাডিয়েটর্স। আর তাতেই ডুফা গ্ল্যাডিয়েটর্সের নিশ্চিত হয়ে যায় রঙধনু প্রপার্টিজ লিমিটেড ডুফা প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের শিরোপা।

টুর্নামেন্টজুড়ে অনবদ্য পারফর্মেন্স করেন চ্যাম্পিয়ন গ্ল্যাডিয়েটর্সের সাইফুল। সর্বোচ্চ রান সংগ্রাহকসহ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন সাইফুল। সেই সঙ্গে সংগ্রহ করেন ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।

এবার ডুফা প্রিমিয়ার লিগে অংশ নিয়েছে চারটি দল। সকাল সোয়া ৮টায় মাঠে গড়ায় প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ডুফা ওরিয়র্স এবং ডুফা গ্ল্যাডিয়েটরস। টুর্নামেন্টের অন্য দুটি দল হলো ডুফা ভাইকিংস ও ডুফা চ্যালেঞ্জার্স।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা)। মাঠের ক্রিকেটের আদলে ডুফা প্রিমিয়ার লিগ অনেকটা বন্ধুত্বের মিলনমেলা। এবার মাঠে গড়িয়েছে ডুফা প্রিমিয়ার লিগের চতুর্থ আসর।

বিজ্ঞাপন

ডুফা প্রিময়ার লিগের এবারের আসরের টাইটেল স্পন্সর রঙধনু প্রপার্টিজ লিমিটেড। আসরে পার্টনার হিসেবে আছে সাউথ বাংলা কনস্ট্রাকশন, র‍্যাবিটহোলবিডি স্পোর্টস, সারাবাংলা, ড্যানিশ, হোম স্ট্রিট বিল্ডার্স লিমিটেড ও ডুফা টিভি।

আসরের প্রতিটি ম্যাচ সম্প্রচারিত হয় ডুফার ইউটিউব চ্যানেলে

সারাবাংলা/এসএস

ডুফা প্রিমিয়ার লিগ ডুফা প্রিমিয়ার লিগ- ২০২৪ ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডুফা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর