বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার বিশাল সংগ্রহ
৪ মার্চ ২০২৪ ১৯:৪৭ | আপডেট: ৪ মার্চ ২০২৪ ২২:০১
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে বোলিং করতে নেমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। শুরুতেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন শরিফুল ইসলাম। তবে মাঝের ওভারগুলোতে কুশল মেন্ডিস ও সামারিবিক্রমা বাংলাদেশি বোলিং আক্রমণকে পাত্তাই দেননি। শেষ দিকে চারিথ আশালঙ্কা রীতিমতো ঝড় তুলেছিলেন ব্যাটে। সব মিলিয়ে বিশাল সংগ্রহই পেয়েছে শ্রীলংকা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করে ২০৬ রান তুলেছে শ্রীলংকা। সদ্য শেষ হওয়া বিপিএলে সিলেটের পিচে রান উঠেছে অনেক। তবে টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটেই দুইশর বেশি স্কোর কঠিনই বটে।
সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ শুরুতে উইকেটও পেয়ে যায়। শ্রীলংকার দলীয় ৪ রানের মাথায় শরিফুলের বলে ফিরে যান লংকান ওপেনার অভিষ্কা ফের্নান্দো।
তিনে নামা কামিন্ডু মেন্ডিসও সুবিধা করতে পারেননি। ১৪ বলে ১৯ রান করে তাসকিন আহমেদের বলে ফেরেন লংকান তরুণ। তবে তৃতীয় উইকেট জুটিতে দারুণভাবে ঘুরে দাড়ায় সফরকারীরা। কুশল মেন্ডিস ও সামারিবিক্রমা মিলে ৬১ বলে ৯৬ রানের দুর্দান্ত একটা জুটি গড়ে তোলেন।
ইনিংসের ১৫ ওভারে কুশল মেন্ডিস ৩৬ বলে ৬টি চার ৩টি ছয়ে ৫৯ রানে ফিরলে এই জুটি ভাঙে। এই জুটি ভাঙতেই যেন বড় বিপদে পরল বাংলাদেশ! পাঁচে নেমে চারিথ আশালাঙ্কা রীতিমতো ঝড় তোলেন ব্যাটে। মাত্র ২১ বলে শেষ পর্যন্ত ৪৪ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে চারের মার নেই, ছক্কা হাঁকিয়েছেন ৬টি!
সামারিবিক্রমা ৪৮ বলে ৮টি চার ১টি ছয়ে ৬১ রানে অপরাজিত ছিলেন। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রানে থেমেছে শ্রীলংকা। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
সারাবাংলা/এসএইচএস