Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেমন হতে পারে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ একাদশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৪ ১৫:১৬ | আপডেট: ৪ মার্চ ২০২৪ ১৬:৫৭

দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উন্মাদনা শেষ হলো মাত্র। এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেটে আবারও আন্তর্জাতিক ব্যস্ততা শুরু। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি দিয়ে মাঠে গড়াচ্ছে সিরিজ।

প্রথম টি-টোয়েন্টিতে কেমন একাদশ বেছে নিতে পারে বাংলাদেশ? সদ্যই যেহেতু বিপিএল শেষ হলো ফলে বিপিএলে পারফর্ম করা ক্রিকেটারদের একাদশে প্রাধান্য থাকবে তাতে সন্দেহ নেই।

বিজ্ঞাপন

বিপিএলে পারফর্ম করে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিক। শোনা যাচ্ছে, আজ অভিষেক ক্যাপ পেতে পারেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার। অনেকদিন পর জাতীয় দলে ডাক পাওয়া অভিজ্ঞ মাহমুদউল্লাহকেও একাদশে দেখা যেতে পারে আজ।

ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে নাঈম শেখ বা এনামুল হক বিজয়ের মধ্যকার একজন থাকার সম্ভবনা বেশি। তিন নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তারপর তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিকরা মিডল অর্ডারের বিবেচনায় থাকার কথা।

স্পিন অলরাউন্ডার হিসেবে শেখ মাহেদির একাদশে জায়গা অনেকটা নিশ্চিত। অফস্পিনার তাইজুল ইসলাম ও লেগস্পিনার রিশাদ হোসেনের মধ্য থেকে একজন থাকবেন একাদশে। আর পেস ডিপার্টমেন্টে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান মোটামুটি নিশ্চিত।

সব মিলিয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের একাদশটা হতে পারে এমন-

বাংলাদেশ: লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম শেখ/এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন/তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর