Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে জাতীয় দলে ডাক পেলেন জাকের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৪ ১৮:৪৫ | আপডেট: ২ মার্চ ২০২৪ ১৮:৪৭

প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া তরুণ স্পিনার আলিস আল-ইসলাম অভিষেকের আগেই চোটের কারণে ছিটকে পরেছেন। তার পরিবর্তে শ্রীলংকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে তরুণ মিডল অর্ডার ব্যাটার জাকের আলি অনিককে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিপিএলে আলো ছড়িয়ে প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া আলিস আল-ইসলাম আঙুলে চোট পেয়েছেন। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, আলিসের সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। তার পরিবর্তে একজন স্পিনার না নিয়ে মিডল অর্ডার ব্যাটার জাকেরকে দলে ডাকল বাংলাদেশ।

বিজ্ঞাপন

গত কয়েক মৌসুম ধরেই মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করছেন জাকের আলি। টি-টোয়েন্টিতে মূলত ইনিংসের শেষ দিকে ঝড়ো ব্যাটিং করে পরিচিত তিনি। চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সেই কাজটা করেছেন দারুণভাবেই। বারবার পারফর্ম করেও জাকেরের সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। অবশেষে ডাক পেলেন ডানহাতি ক্রিকেটার।

এবারের বিপিএলে কুমিল্লার হয়ে ১৪১.১৩ স্ট্রাইকরেটে ১৯৯ রান করেছেন ২৬ বছর বয়সী জাকের। একাধিক ইনিংসে অপরাজিত ছিলেন বলে গড়টা ৯৯.৫০।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে ৪, ৬ ও ৯ মার্চ।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

জাকের আলি অনিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর