কাউকে জবাব দেওয়ার জন্য খেলেন না তামিম
২ মার্চ ২০২৪ ০৯:২৯ | আপডেট: ২ মার্চ ২০২৪ ১৮:৩৩
বিশ্বকাপের আগে হঠাৎ অবসর নেওয়া থেকে শুরু অবসর ভেঙ্গে দুদিনের মাথায় ক্রিকেটে ফেরা; তামিম ইকবাল গত কয়েক মাস ধরেই ছিলেন আলোচনার কেন্দবিন্দুতে। সাথে যোগ হয়েছে সাকিবের সাথে প্রকাশ্য দ্বন্দ্বও। সবকিছু ছাপিয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে বরিশালকে এনে দিয়েছেন প্রথম শিরোপা। টুর্নামেন্ট সেরা হওয়ার পর তামিম বলছেন, কাউকে জবাব দেওয়ার জন্য পারফর্ম করেননি তিনি।
আরও পড়ুন- কোন শর্তে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান তামিম?
৪৯২ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম, হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও। তার ব্যাটে ভর করেই প্রথম বিপিএল শিরোপা ঘরে তুলেছে বরিশাল। ব্যাট হাতেই সব সমালোচনার জবাব দিয়েছেন তামিম। তবে তামিম বললেন, কাউকে জবাব দেওয়ার কিছু ছিল না তার, ‘সত্যি কথা বলতে যদি এভাবে জবাব দেওয়ার দরকার হতো তাহলে হয়তো এভাবে পারফর্ম করতে পারতাম না। জবাব দিতে হবে এমন ভাবিনি। আমার ক্যারিয়ার যদি ৩ বছরের হতো তাহলে হয়তো জবাব দেওয়া দরকার হতো, আমি কী করেছি, না করেছি সবার দেখার জন্য। দলে ভালো পরিবেশ সৃষ্টি করা আমার জন্য জরুরি ছিল। দলের পরিবেশ ছিল অবিশ্বাস্য। বিদেশি ক্রিকেটাররাও দারুণ মনের মানুষ। ভালো খেলার জন্য এটা দরকার। এক সময় সেমিতে ওঠা নিয়ে অনিশ্চয়তা ছিল। দলের ভালো পরিবেশের জন্যই এটা সম্ভব হয়েছে। দলের মালিকরাও অনেক সাহায্য করেছে ভালো ক্রিকেটারদের দলে নেওয়ার ব্যাপারে।’
কারো সমালোচনায় পাত্তা না দিয়েই নিজের ব্যাটিংয়ের বেশি মনোযোগ দিয়েছেন তামিম, ‘আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক উত্থান পতন ছিল। তখন আমাকে নিয়ে অনেক কথা হয়েছে। আমি চেয়েছি মানুষকে দেখিয়ে দিতে। এটা করে আমি অনেক চাপ নিয়ে ফেলেছিলাম। তখন ভাবতাম ৫০-১০০ রান করে ওদের দেখিয়ে দেবো। ক্রিকেট থেকে এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা আমি শিখেছি। এখন এসবকে এত পাত্তা দেইনা। এই শিক্ষা আমি ১৭ বছরের ক্যারিয়ারে পেয়েছি। আমি জানি রান না করলে অনেক কিছুই হতো। রানের ক্ষুধা আসে কারণ আমরা ক্রিকেট ভালোবাসি। আমি খেলা শুরুই করেছি ক্রিকেটকে ভালোবেসে। ভালোবাসাটা যতদিন থাকবে, ক্রিকেটের প্রতি ক্ষুধাও ততোদিন থাকবে।’
সারাবাংলা/এফএম