Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের নতুন চ্যাম্পিয়ন তামিমদের ফরচুন বরিশাল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৪ ২১:৫৭ | আপডেট: ২ মার্চ ২০২৪ ০০:১০

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টেরিয়ান্সের অপ্রতিরোধ্য যাত্রা থেমে গেল এবার। আগে চারবার ফাইনাল খেলে  সর্বোচ্চ চারবার শিরোপা জেতা কুমিল্লাকে দশম বিপিএলের ফাইনালে আজ ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। বিপিএলে এই প্রথম শিরোপা জিতল বরিশাল।

শিরোপা নির্ধারনি ম্যাচে আগে বোলিং করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৫৪ রানে আটকে রেখেছিল ফরচুন বরিশাল। মিরপুরের পিচে দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা যেভাবে সাহায্য পাচ্ছেন আর বরিশালের যতো লম্বা ব্যাটিং লাইনআপ তাতে প্রথম ইনিংস শেষেই ম্যাচের ফল আন্দাজ করা যাচ্ছিল। এই রান নিয়ে জিততে হলে বোলিংয়ে মিরাকল কিছু করতে হতো কুমিল্লাকে। কিন্তু শুরুতে তামিম ইকবাল ও মাঝের ওভারগুলোতে কাইল মায়ার্সের দুর্দান্ত ব্যাটিংয়ে সেই সুযোগই পায়নি কুমিল্লা।

বিজ্ঞাপন

৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিশ্চিত করে ফেলে বরিশাল। বিপিএলে এর আগে তিনবার ফাইনাল খেলেছে বরিশাল। হারতে হয়েছে তিনবারই। তিনবার অবশ্য তিন নামে ফাইনাল খেলেছে বরিশাল। ২০১২ সালে বরিশাল বার্নাস ফাইনাল খেলেছিল। ২০১৫ সালে ফাইনাল খেলেছিল বরিশাল বুলস। ২০২২ সালে ফাইনাল খেলেছে এই ফরচুন বরিশাল। সেবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেই হারতে হয়েছিল বরিশালকে। তামিম ইকবালের নেতৃত্বে এবার সেই ‘শোধ’টা নিল বরিশাল!

বরিশালের বিপিএল শিরোপা জয়ে আলোচিত একটা বিষয় সামনে হলো। অনেকে বলাবলি করেন, টি-টোয়েন্টি তরুণদের খেলা। কিন্তু বুড়োদের নিয়ে দল গড়েই বিপিএল শিরোপ জিতল বরিশাল। দেশের ক্রিকেটের তিন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন বরিশালে।

বিজ্ঞাপন

তামিম, মুশফিক ইতোমধ্যে টি-টোয়েন্টি থেকে অবসরও নিয়েছেন। মাহমুদউল্লাহ অবসর না নিলেও জাতীয় দলের বাইরে অনেকদিন ধরে। ডেভিড মিলার, আহমেদ শেহজাদদের মতো বরিশালের অন্য ক্রিকেটাররাও বেশ অভিজ্ঞ। তবে অভিজ্ঞদের সমন্বয়ে ঠিকই শিরোপা ঘরে তুলল বরিশাল।

শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫৪ রানের জবাব দিতে নেমে বরিশালের শুরুটা হয়েছিল দুর্দান্ত। মেকশিফট ওপেনার মেহেদি হাসান মিরাজকে নিয়ে ইনিংসে সূচনা করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম ইকবাল। পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত পারফর্ম করা তামিম আজ ফাইনালেও ব্যাট হাতে ছিলেন দাপুটে।

মঈন আলীর তিন বলে ১৪ রান তোলা তামিম মঈনকে হাঁকাতে গিয়ে বোল্ড হয়েছেন ২৬ বলে ৩টি চার ৩টি ছয়ে ৩৯ রান করে। ওপেনিং জুটিতে ৭৬ রান তোলেন তামিম-মিরাজ। মিরাজ ফিরেছেন ২৬ বলে ২৯ রান করে। এই দুজন ফিরলেও ম্যাচে সেভাবে প্রভাব ফেলতে পারেননি কুমিল্লার বোলাররা।

মাঝের ওভারগুলোতে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন কাইল মায়ার্স। ৩০ বলে ৫টি চার ২টি ছয়ে ৪৬ রান করেন মায়ার্স। বরিশালের শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে যায় সেখানেই। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা বাকি কাজটুকু সেরেছেন শুধু।

এর আগে শুরুতে বোলিং করতে নেমে দুর্দান্ত বোলিং করেছেন বরিশালের বোলারা। ইনিংসের শুরুতেই উইকেট পেয়েছে বরিশাল। মেকশিফট ওপেনার সুনীল নারিনকে নিয়ে ইনিংস সূচনা করতে নেমেছিলেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। ইনিংসের প্রথম ওভারেই ৪ রান করে ফিরেছেন নারিন।

এরপর ফর্মে থাকা লিটন দাস ও তাওহিদ হৃদয় কুমিল্লাকে টেনে তোলার চেষ্টা করেন। বড় জুটি গড়তে ব্যর্থ এই দুজনও। ১২ রানের ব্যবধানে জেমস ফুলারের বলে ফিরেছেন দুজনই। অফ স্ট্যাম্পের অনেকটা বাইরের বল হাঁকাতে গিয়ে সীমানায় ধরা পরেন ১০ বলে ১৫ রান করা হৃদয়। লিটনও ফুলারের বলে সীমানায় ধরা পরেছেন ১২ বলে ১৬ রান করে। ৪২ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় কুমিল্লা।

এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে জনসন চার্লসের দলকে টেনে তোলার চেষ্টা। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি দুজনের একজনও। তবে অনেকক্ষণ ক্রিজে ছিলেন দুজন। ওবেদ ম্যাককয়ের বলে ক্যাচ আউট হওয়ার আগে ২৭ বলে ২১ রান করেন জনসন চার্লস। খানিক বাদে মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত এক থ্রোতে  মঈন আলী (৩) রান আউট হলে বিপদ আরও বাড়ে কুমিল্লার। ১২তম ওভারের শেষ বলে দলীয় ৭৯ রানে পঞ্চম উইকেট হারায় কুমিল্লা।

মিডল অর্ডারে অনেকক্ষণ ক্রিজে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী। তবে বরিশালের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে দুই দেশি তরুণ বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। ৩৫ বলে ২ চার ২ ছয়ে ৩৮ রান করে ফিরেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। জাকের আলী আজ ঝড় তুলতে পারেননি। ২০ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন।

কুমিল্লার অন্য ব্যাটারদের ব্যর্থতার দিনে আন্দ্রে রাসেলকে ব্যাটিংয়ে পাঠানো হয় আট নম্বরে। ক্রিজে নেমেই ঝড় তুলেছিলেন ক্যারিবিয়ান তারকা। ১৪ বল খেলে ৪টি চারের সাহায্যে ২৭ রানে অপরাজিত ছিলেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রানে থেমেছে কুমিল্লা।

বরিশালে হয়ে সবাই ভালো বোলিং করেছেন জেমস ফুলার দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, কাইল মায়ার্স ও ওবেদ ম্যাককয়।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর