বিপিএল ফাইনাল: দাপট দেখাচ্ছেন বরিশালের বোলাররা
১ মার্চ ২০২৪ ১৯:৩১ | আপডেট: ১ মার্চ ২০২৪ ১৯:৩৯
দশম বিপিএলের ফাইনালে দাপট দেখাচ্ছেন ফরচুন বরিশালের বোলিং বিভাগ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বেশ চেপে ধরেছে বরিশাল। ফাইনালের প্রথম ১২ ওভারে ৭৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে কুমিল্লা।
মিরপুরের পিচে আগে বোলিং করা দল বাড়তি সুবিধা পাচ্ছে এবং পরে ব্যাটিং করা দলও বাড়তি সুবিধা পাচ্ছে। ফলে মিরপুরে রাতের ম্যাচে টস বড় প্রভাবক হচ্ছে। আজও এখন পর্যন্ত তেমনটা দেখা যাচ্ছে। টস জিতে প্রথমে বোলিং বেছে নিতে একটুও ভাবেননি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বরিশালের বোলাররা শুরুতে দুর্দান্ত বোলিং করছেনও।
শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে বোলিং করতে নেমে শুরুতেই উইকেট পেয়েছে বরিশাল। মেকশিফট ওপেনার সুনীল নারিনকে নিয়ে ইনিংস সূচনা করতে নেমেছিলেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। ইনিংসের প্রথম ওভারেই ৪ রান করে ফিরেছেন নারিন।
এরপর ফর্মে থাকা লিটন দাস ও তাওহিদ হৃদয় কুমিল্লাকে টেনে তোলার চেষ্টা করেন। বড় জুটি গড়তে ব্যর্থ এই দুজনও। ১২ রানের ব্যবধানে জেমস ফুলারের বলে ফিরেছেন দুজনই। অফ স্ট্যাম্পের অনেকটা বাইরের বল হাঁকাতে গিয়ে সীমানায় ধরা পরেন ১০ বলে ১৫ রান করা হৃদয়। লিটনও ফুলারের বলে সীমানায় ধরা পরেছেন ১২ বলে ১৬ রান করে। ৪২ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় কুমিল্লা।
এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে জনসন চার্লসের দলকে টেনে তোলার চেষ্টা। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি দুজনের একজনও। তবে অনেকক্ষণ ক্রিজে ছিলেন দুজন। ওবেদ ম্যাককয়ের বলে ক্যাচ আউট হওয়ার আগে ২৭ বলে ২১ রান করেন জনসন চার্লস। খানিক বাদে মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত এক থ্রোতে মঈন আলী (৩) রান আউট হলে বিপদ আরও বাড়ে কুমিল্লার। ১২তম ওভারের শেষ বলে দলীয় ৭৯ রানে পঞ্চম উইকেট হারায় কুমিল্লা।
সারাবাংলা/এসএইচএস