ধুঁকতে থাকা রংপুরের হয়ে শামীমের শেষের ঝড়
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২১ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০৭
দশম বিপিএলের ফরচুন বরিশালের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুঁকছিল রংপুর রাইডার্স। তবে ধুঁকতে থাকা রংপুরের হয়ে শেষ দিকে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন শামীম পাটোয়ারী। শামীম ঝড়ে শেষ পর্যন্ত বলার মতো স্কোর পেয়েছে রংপুর।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে রংপুর রাইডার্স। অর্থাৎ ফাইনালের টিকিট পেতে তামিম ইকবালের বরিশালকে করতে হবে ১৫০ রান। বরিশালের লম্বা ব্যাটিং লাইনআপের জন্য কাজটা বড় কঠিন নয় নিশ্চিয়।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাতের ম্যাচে পরে ব্যাটিং করা দল বাড়তি সুবিধা পাচ্ছে। আগে ব্যাটিং করা দলকে ব্যাটিংয়ে ভুগতে হচ্ছে। ফলে টস জিতে বোলিং নিতে ভাবছেন না কোনো দলের অধিনায়ক। আজ তামিম ইকবাল টস জিতে বোলিং নেন। বরিশালের বোলাররা দুর্দান্ত বোলিং করেছেনও।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বরিশালের বোলাররা শুরুতে রংপুরের ব্যাটারদের দাঁড়াতেই দেননি। দিতীয় ওভারে জোড়া আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে নামা শেখ মাহেদিকে উইকেটের পেছনে ক্যাচ বানান সাইফউদ্দিন। চার বল পর তিনে নামা সাকিব আল হাসানকেও উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে বুনো উল্লাসে মেতে উঠেন সাইফউদ্দিন।
খানিক বাদে ওপর ওপেনার রনি তালুকদারও ফিরলে দলীয় ১৮ রানে তৃতীয় উইকেট হারায় রংপুর। তবুও বড় স্কোরের সম্ভবনা ছিল রংপুরের। কারণ এরপর ব্যাটিংয়ে নামার জন্য অপেক্ষা করছিলেন জেমি নিশাম, নিকোলাম পুরান, মোহাম্মদ নবির মতো বিশ্বখ্যাত ব্যাটাররা। রংপুরের দুর্ভাগ্য এদের কেউই আজ রান পাননি।
১২ বলে ৩ রান করে ফিরেছেন নিকোলাস পুরান। মোহাম্মদ নবি ১৫ বলে ১২ রান করেছেন। আগের ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলা জেমি নিশাম মিডল অর্ডারে অনেকক্ষণ ক্রিজে ছিলেন বটে। কিন্তু বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি আজ। ২২ বলে ২৮ রান কের আউট হয়েছেন কিউই অলরাউন্ডার।
সাত নম্বরে নামা নুরুল হাসান সোহানও যখন রান পেলেন না তখন মনে হচ্ছিল বলার মতো রানও হয়তো হবে না রংপুরের। ১৭ বলে ১৪ রান করে ফেরেন সোহান। রংপুরের স্কোর শেষ পর্যন্ত একশ পর্যন্ত পৌঁছে কিনা একটা সময় সেই শঙ্কাও দেখা হচ্ছিল। কিন্তু শামীম পাটোয়ারীর শেষের ঝড়ে গল্পটা পাল্টে গেছে।
শেষ দিকে শামীমের ব্যাট যেন রীতিমতো তরবারি বনে গেল! ওবেদ ম্যাককের করা ১৯তম ওভার থেকেই ২৬ রান তুলে নেন শামীম। মাত্র ২০ বলে ফিফটি পূর্ণ করা শামীম শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৪ বলে ৫৯ রান করে। চার মেরেছেন ৫টি, ছক্কাও ৫টি।
শামীমের শেষের ঝড়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানে থেমেছে রংপুর। পেসার আবু হায়দার রনি ৯ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন।
বরিশালের হয়ে ৪ ওভারে ২৫ রানে তিনটি উইকেট নিয়েছেন জেমস ফুলার। মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ২৭ রানে দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন কায়াল মায়ার্স ও মেহেদি হাসান মিরাজ।
সারাবাংলা/এসএইচএস