ফোডেনের গোলে জয়ে লিভারপুলের আরও কাছে সিটি
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৫১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১৩
ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটিকে বেশ ভুগিয়েছে বর্নমাউথ। তবে শেষ পর্যন্ত আটকে রাখতে পারেনি সিটিজেনদের। ম্যাচের ২৪তম মিনিটে ফিল ফোডেনের করা একমাত্র গোলটিই গড়ে দিল ম্যাচে ভাগ্য। বর্নমাউথের মাঠ থেকে ১-০ গোলের জয় পেল ম্যানচেস্টার সিটি।
চলতি মৌসুমে লিগে এটি সিটির ১৮তম জয়। আর দারুণ এই জয়ে লিগ লিডার লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ১ করল সিটিজেনরা। ২৬ ম্যাচে ১৮ জয় আর ৫ ড্র’তে সিটির পয়েন্ট ৫৯। সমান ম্যাচে সমান জয় আর ৬ ড্র’তে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। অন্যদিকে বর্নমাউথ আছে ২৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে।
আসরের সর্বোচ্চ স্কোরার আর্লিং হালান্ড নবম মিনিটেই দলকে এগিয়ে নিতে পারতেন। সামনে একমাত্র বাধা ছিলেন গোলরক্ষক, কিন্তু বক্সের বাইরে থেকে জোরাল শট লক্ষ্যের ধারেকাছেও রাখতে পারেননি তিনি। পরের মিনিটেই সিটির গোলরক্ষককে পরীক্ষা নেয় বোর্নমাউথ। মিলোজ কেরকেজের জোরাল শট ঝাঁপিয়ে কোনোমতে এক হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান এডারসন।
তবে গোলের জন্য আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি ম্যানসিটিকে। ম্যাচের২৪তম মিনিটে হালান্ডের কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক, আলগা বল পেয়ে অনায়াসে জালে জড়ান ফোডেন। এবারের লিগে এই ইংলিশ মিডফিল্ডারের গোল হলো ৯টি, সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ১৬টি।
ম্যাচের জয়সূচক গোলটিও এটিই। এরপর দ্বিতীয়ার্ধে বর্নমাউথ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও আর সমতায় ফিরতে পারেনি। এতেই ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
সারাবাংলা/এসএস