রাসেল-মঈনদের বিপক্ষে তাইজুল-সাইফুদ্দিনদের বোলিং দাপট
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫১
টস জিতে আগে বোলিং করতে নেমে শুরু থেকেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চেপে ধরেছিল ফরচুন বরিশাল। আন্দ্রে রাসেল, মঈন আলী, লিটন দাস, তাওহিদ হৃদয়দের নিয়ে গড়া কুমিল্লার লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে কুমিল্লা পরেও ঘুরে দাঁড়াতে পারেনি। ফরচুন বরিশালের পক্ষে তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিনরা দুর্দান্ত বোলিং করেছেন। যাতে বড় স্কোর গড়তে পারেনি শক্তিশালী কুমিল্লা।
আগে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪০ রানে থেমেছে কুমিল্লা। দশম বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্লে-অফ নিশ্চিত হয়েছে আগেই। আজ জিতলে বরিশালের প্লে-অফ নিশ্চিত হবে। অবশ্য আজ হারলেও প্লে-অফে যাওয়ার সুযোগ থাকবে বরিশালের।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার হয়ে সুনীল নারিনকে নিয়ে ওপেনিংয়ে নেমেছিলেন লিটন দাস। মেকশিফট ওপেনার সুনীল নারিন আজও রান পাননি। ১৮ বলে ১৬ রান করে ফিরেছেন ক্যারিবিয়ান স্পিনার।
লিটন দাসও রান পাননি আজ। ১২ বলে ১২ রান করে সরাসরি বোল্ড হয়েছেন তাইজুল ইসলামের বলে। চারে নামা মাহিদুল ইসলাম অঙ্কন ৬ বলে ১ রান করে ফিরলে বেশ চাপে পরে কুমিল্লা। মঈন আলী ও তাওহিদ হৃদয় সেই চাপ কাটিয়ে উঠার চেষ্টা করেছেন। দুজন ক্রিজে ছিলেন অনেকক্ষণই। কিন্তু বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি দুজনের একজনও।
২৬ বলে ২৫ রান করেছেন হৃদয়। মঈন আলী ২২ বলে ২৩ রান করে ফিরেছেন। এরপর কুমিল্লাকে এগিয়ে নেওয়ার বড় দায়িত্ব ছিল আন্দ্রে রাসেল, জাকের আলীর কাঁধে। রাসেল ক্রিজে নেমে ঝড় শুরুও করেছিলেন। কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি।
তাইজুল ইসলামের বলে বোল্ড হওয়ার আগে ১১ বলে ১ চার, ১ ছয়ে ১৪ রান করে ফিরেছেন রাসেল। তবে অন্যদের ব্যর্থতার দিনে জাকের আলী শেষ দিকে ঝড় তুলেছিলেন। শেষ ওভারে দুই ছক্কা, এক চার হাঁকানো জাকের ১৬ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে চার ২টি, ছক্কা ৪টি। জাকেরের শেষের ঝড়েই মূলত বলার মতো একটা স্কোর পেয়েছে কুমিল্লা।
২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানে থেমেছে কুমিল্লা। বরিশালের হয়ে ৩ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ৪ ওভারে ১৬ রান খরচায় ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
সারাবাংলা/এসএইচএস