Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়েদের ক্রিকেটে দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৭

বিসিবির মহিলা উইংয়ের হেড অব অপারেশনসের দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। জাতীয় পুরুষ দলের নির্বাচক হিসেবে সাবেক এই অধিনায়কের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে ২৮ ফেব্রুয়ারি। বিসিবি তার সঙ্গে নতুন চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এটাও জানানো হয়েছিলেন চুক্তি নবায়ন না করা নির্বাচকদের বিসিবির সঙ্গেই রাখা হবে। সেই কথা মতোই নারী ক্রিকেটে দায়িত্ব পেলেন হাবিবুল।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পদবি অনুযায়ী মহিলা উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরীর পর দায়িত্বটা এখন পালন করবেন হাবিবুল বাশার। দেশের ঘরোয়া এবং আন্তর্জাতিক মহিলা ক্রিকেটের পরিকল্পনাসহ সব কিছুই দেখভাল করবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। মহিলা ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়েও কাজ করবেন তিনি।

বিজ্ঞাপন

আজ বিসিবি কার্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে আলোচনা করে দায়িত্ব বুঝে নেন হাবিবুল। পরে মহিলা উইং প্রধান শফিউল আলম চৌধুরীর সঙ্গে কথা বলেছেন তিনি।

নতুন দায়িত্বে বড় চ্যালেঞ্জ দেখছেন হাবিবুল বাশার। বলেছেন, ‘আমার জন্য বড় একটা দায়িত্ব এটা। অবশ্যই চ্যালেঞ্জিং। নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চাই। নারী জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে এ বছর। আমার মনে হয় জাতীয় দল নয় পুরো নারী ক্রিকেটটাই আমার মূল ফোকাস। আমার লক্ষ্য তৃণমূল থেকে কাজ করে নারী ক্রিকেটারকে জাতীয় পর্যায়ে আনা। সেই সুযোগটা তৈরী করতে চাই।’

সারাবাংলা/এসএইচএস

হাবিবুল বাশার সুমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর