Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তানজিদ তামিমের সেঞ্চুরিতে প্লে-অফে চট্টগ্রাম

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৭ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪১

দলের প্রয়োজনে ঠিক সময়ে জ্বলে উঠলেন তরুণ তানজিদ হাসান তামিম। গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন। তার সেঞ্চুরিতে আগে ব্যাট করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৯২ রানের বিশাল সংগ্রহ গড়েছিল। পরে এতো বড় রান তাড়া করতে নেমে ধারে কাছেও যেতে পারেনি খুলনা টাইগার্স।

৬৫ রানের বিশাল জয় পেয়েছে চট্টগ্রাম। এই জয়ে দশম বিপিএলের প্লে-অফের টিকিট নিশ্চিত হলো চট্টগ্রামের। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স আগেই প্লে-অফের টিকিট পেয়েছে। আজ প্লে-অফ নিশ্চিত হলো চট্টগ্রামের। ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের মধ্য থেকে এক দল হবে প্লে-অফের চতুর্থ দল।

বিজ্ঞাপন

গত বিশ্বকাপে হুট করেই স্কোয়াডে ডাক পাওয়া তানজিদ হাসান তামিম বিশ্বকাপে রান না পেলে সমালোচনার মুখে পরেন। বিশ্বকাপের পরও ব্যাট হাসছিল না তার। বিপিএলের শুরুর দিকে রান পাননি। চট্টগ্রামের একাদশ থেকে বাদও পড়তে হয়েছিল। তবে আসল সময়ে ঠিকই জ্বলে উঠলেন তরুণ ওপেনার। আগের ম্যাচে ৭০ রান করেছিলেন। আজ ১১৬ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে চট্টগ্রামকে জেতালেন তামিম।

মঙ্গলবার (২০ ফেব্রুয়রি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ১৯২ রানের বিশাল টার্গেটের জবাব দিতে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারায় খুলনা। তবে শেই হোপকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট বেশ শক্ত একটা জুটি গড়েন অধিনায়ক এনামুল হক বিজয়।

৩৫ বলে ৫৪ রান তোলেন দুজন। কিন্তু এই দুজন ফিরতেই খুলনার ব্যাটাররা যেন যাওয়া-আসার মিছিলে নামলেন! ২১ বলে ১ চার, ৩ ছয়ে ৩১ রান করে ফিরেছেন শেই হোপ। ২৪ বলে ৫ চার ১ ছয়ে ৩৫ রান করে ফিরেছেন বিজয়। এরপর সেভাবে কেউ দাঁড়াতেই পারলেন না।

বিজ্ঞাপন

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৫ বলে ১২৭ রানে গুটিয়ে গেছে খুলনা। চট্টগ্রামের হয়ে ২৫ রানে তিন উইকেট নিয়েছেন অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। দুটি উইকেট নিয়েছেন বিলাল খান।

এর আগে চট্টগ্রামের ইনিংসটা এগিয়েছে তানজিদ হাসান তামিমের ব্যাটে ভড় করেই। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। শুরুটা ভালো হয়নি দলটির। চট্টগ্রামের সংযুক্ত আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসিম ফিরেছেন ৭ বলে ১ রান করে।

তিনে নামা সৈকত আলী ১৭ বলে ১৮ রান করে ফিরেছেন। তবে ওপেনার তানজিদ হাসান তামিম অপরপ্রান্তে দুর্দান্ত খেলছিলেন। তৃতীয় উইকেট জুটিতে টম ব্রুচের সঙ্গে ৬১ বলে ১১০ রানের জুটি গড়েন তামিম। ৩২ বলে অর্ধশত রান পূর্ণ করেছেন তরুণ ওপেনার। সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫৮ বলে।

শেষ পর্যন্ত ৬৫ বলে ১১৬ রান করে আউট হয়েছেন তামিম। তার ইনিংসে চারের মার ৮টি, ছক্কাও মেরেছেন ৮টি। টম ব্রুচ ২৩ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন।

 

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর